চীনের উত্তরাঞ্চলের স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ায় আকস্মিক বন্যায় অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও কমপক্ষে দুজন।
শনিবার (১৬ আগস্ট) স্থানীয় সময় রাত ১০টার দিকে ইনার মঙ্গোলিয়ার একটি নদীর বাঁধ ভেঙে গেছে। এতে সেখানকার বায়ান্নুর শহরের অন্তত ১৩ বাসিন্দা বন্যার পানিতে ভেসে গেছেন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া বলছে, আকস্মিক বন্যায় আটকে পড়া লোকজনকে উদ্ধারে ৭০০ জনেরও বেশি উদ্ধারকর্মী কাজ শুরু করেছেন। সেখান থেকে ইতোমধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ইনার মঙ্গোলিয়ার গুরুত্বপূর্ণ কৃষি অঞ্চল হিসেবে মনে করা হয় ওই শহরকে। আকস্মিক বন্যায় আটকে পড়া লোকজনকে উদ্ধারে ৭০০ জনের বেশি উদ্ধারকর্মী কাজ শুরু করেছেন। সেখান থেকে ইতোমধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
চীনে সাধারণত জুলাই মাস থেকে টানা চরম বৈরী আবহাওয়া শুরু হয়। মৌসুমী বায়ুর প্রভাবে দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চল স্বাভাবিকের তুলনায় ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে। বৈরী এই আবহাওয়া জলবায়ু পরিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট বলে আবহাওয়াবিদরা মন্তব্য করেছেন। ওই অঞ্চলে দেখা দেওয়া আকস্মিক বন্যায় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং শত শত কোটি ডলারের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি হয়েছে।