চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ আহত

0
6
বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি তরুণ গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার আজমতপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহত তরুণের নাম মো. শহিদুল ইসলাম (২২)। তাঁর বাড়ি শিবগঞ্জের বাগিচাপাড়ায়।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, শিবগঞ্জের আজমতপুর সীমান্তের ওপার থেকে ফেনসিডিল নিয়ে আসার পথে ভারতের ভেতরে বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম আহত হন। পরে আহত অবস্থায় তিনি বাংলাদেশে পালিয়ে আসেন। গুলিবিদ্ধ হওয়ার পর শহিদুল আজমতপুর সীমান্ত এলাকায় ২৫ বোতল ফেনসিডিলের একটি বস্তা, একটি দা ও একটি টর্চলাইট ফেলে পালিয়ে যান। পরে বিজিবি সদস্যরা গতকাল দিবাগত রাত দুইটার দিকে সেখানে গিয়ে এসব উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পরে স্বজন ও স্থানীয় লোকজন আহত অবস্থায় শহিদুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.