চাঁদের বুকে বিধ্বস্ত রাশিয়ার মহাকাশযান

0
157
উড্ডয়নের সময় রাশিয়ার মহাকাশযান। ছবি-সংগৃহীত

রাশিয়া বিগত ৫০ বছরের মধ্যে এই প্রথম চাঁদে কোনো মিশন পাঠিয়েছিল। কিন্তু সেই মিশন ব্যর্থ হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের বুকেই আছড়ে পড়েছে মহাকাশযান ‘লুনা-২৫’। তবে এতে কোনও মানুষ ছিল না।

রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় দেশটির মহাকাশযান লুনা-২৫-এর চাঁদের সঙ্গে সংঘর্ষ হওয়ার বিষয়টি জানিয়েছে।

প্রতিষ্ঠানটি বার্তায় বলেছে, ‘প্রাথমিক বিশ্লেষণ থেকে জানা গেছে, লুনা-২৫ মহাকাশযানটি চন্দ্রপৃষ্ঠে অবতরণের আগে অনির্ধারিত একটি কক্ষপথে ঢুকে পড়েছিল এবং চাঁদের পৃষ্ঠের সঙ্গে সংঘর্ষের কারণে কাজ করা বন্ধ করে দিয়েছে।’

এর আগে গতকাল শনিবার রসকসমস জানিয়েছিল—চন্দ্রপৃষ্ঠে অবতরণের ঠিক আগে প্রাক-অবতরণ কক্ষপথে প্রবেশের সময় লুনা-২৫-এ একটি জরুরি অবস্থার সৃষ্টি হয়েছিল। তবে ঠিক কী ধরনের জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে, সে বিষয়ে রসকসমস বিস্তারিত কোনো তথ্য দেয়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.