চলমান বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৫২, সর্বোচ্চ ফেনীতে

0
45
বন্যায় প্রাণহানি

দেশে চলমান বন্যায় দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১ জেলার মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে। মৃতের এ সংখ্যা গতকাল (মঙ্গলবার) ছিল ৩১ জন। এছাড়া এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৪ লাখ মানুষ।

বুধবার (২৯ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব আলী রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এবারের বন্যায় সবথেকে বেশি প্রাণ গেছে ফেনীতে। এ সংখ্যা ১৭। এছাড়া কুমিল্লায় প্রাণহানি হয়েছে ১৪ জনের।

বন্যা আক্রান্তদের ত্রাণ পৌঁছানোর কাজ এখনও চলমান আছে জানিয়ে তিনি আরও বলেন, বন্যার পরে রোগের পাদুর্ভাব হয়। সে বিষয়ে সতর্ক থেকে চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে।

উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা নেই বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এই অতিরিক্তি সচিব। কারণ হিসেবে বলেন, উজানে বৃষ্টিপাত হয় নি। এছাড়া এবারের বন্যায় প্রশাসন, শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিসহ অনেকেই একসাথে কাজ করেছেন বলেও জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.