চট্টগ্রামে বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

0
8
চট্টগ্রামের হাটহাজারীতে বিজয় দিবসের অনুষ্ঠান ঘিরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

চট্টগ্রামের হাটহাজারীতে বিজয় দিবসের অনুষ্ঠান ঘিরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে হাটহাজারী পৌরসভার কনক কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। এতে আহত হন বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্তত ১০ নেতা-কর্মী।

জানা গেছে, ব্যারিস্টার শাকিলা ফারজানার অনুসারীরা বিজয় দিবস উপলক্ষ্যে কনক কমিউনিটি সেন্টারে একটি আলোচনা সভার আয়োজন করে। দুপুরে বিএনপির আরেকটি গ্রুপ সেখানে গিয়ে অতর্কিত হামলা চালায়। তারা কমিউনিটি সেন্টারের গেট ও সমাবেশস্থলে হামলা ও ভাঙচুর করে। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর শাকিলা ফারজানার অনুসারীদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে ওই গ্রুপ। এতে পাঁচজন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে পুলিশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.