দুই দশক বাংলাদেশ জাতীয় দল অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার সুযোগ পায়নি। সাকিব-তামিম-মুশফিকদের অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার স্বাদ না নিয়েই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়তে হতে পারে।
তবে অস্ট্রেলিয়ার গ্যাবায় টেস্টের স্বাদ নিয়ে ফেললেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে লেটার মার্কসই পেয়েছেন তিনি।
গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ৮ রানের জয়ে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন সৈকত। প্রথম টেস্টে টিভি আম্পায়ার ছিলেন এই বাংলাদেশি। দ্বিতীয় ম্যাচে ছিলেন ফিল্ড আম্পায়ার।
ওই ম্যাচে মনে রাখার মতো পারফরম্যান্সই করেছেন তিনি। ম্যাচে নিখুঁত সিদ্ধান্ত দিয়ে আলোচনায় এসেছেন তিনি। বাংলাদেশের সৈকতের নেওয়া ৫টি সিদ্ধান্তের মধ্যে বদল হয়েছে মাত্র ১টি।
তার দেওয়া ওই পাঁচ সিদ্ধান্তে রিভিউ নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। যার চারটিই তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ম্যাচে অপর আম্পায়ার ছিলেন ভারতের নিতিন মেনন। পুরো ম্যাচে তিার ৪ সিদ্ধান্তের মধ্যে ডিআরএসে ২বার সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছেন তিনি।