গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় ইউটিউবার জ্যোতি মালহোত্রা গ্রেফতার

0
11
জ্যোতি মালহোত্রা
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
 
প্রতিবেদনে উল্লেখ করা হয়, হরিয়ানা রাজ্যের হিসার জেলার বাসিন্দা জ্যোতি মালহোত্রা ‘ট্র্যাভেল উইথ জিও’ নামের একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন। শনিবার তাকে আটকের কথা জানায় পুলিশ। নিজ জেলা থেকে গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে, তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
 
পুলিশের অভিযোগ, আটককৃত ইউটিউবার পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সাথে নিয়মিত যোগাযোগ রাখতো এবং হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও স্ন্যাপচ্যাটের মাধ্যমে ভারতীয় সামরিক বাহিনীর সংবেদনশীল তথ্য পাচার করতো। এজন্য তার বিরুদ্ধে ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট’ এর প্রাসঙ্গিক ধারায় মামলা করা হয়েছে।
 
এফআইআরে বলা হয়, জ্যোতি দু’বার পাকিস্তান ভ্রমণ করেছিলেন এবং পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তা দানিশের পরিচিত আলী আহওয়ানের সাথে দেখা করেছিলেন, যিনি সেখানে তার থাকার ব্যবস্থা করেছিলেন।
 
আহওয়ান সেখানে পাকিস্তানি নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের সাথে জ্যোতির সাক্ষাতের ব্যবস্থা করেন এবং শাকির ও রানা শাহবাজের সাথে দেখা করিয়ে দেন। সন্দেহ এড়াতে তিনি শাহবাজের মোবাইল নম্বর ‘জাট রানধাওয়া’ নামে সেভ করেছিলেন বলেও জানায় পুলিশ।
 
পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগের অভিযোগে ২৫ বছর বয়সী স্নাতকোত্তর ছাত্রীকে কৈথল থেকে গ্রেফতার করার একদিন পর জ্যোতির গ্রেফতার করা হয়।
 
এর আগে, পাকিস্তানের কিছু ব্যক্তিকে সংবেদনশীল তথ্য সরবরাহের অভিযোগে পানিপথ জেলা থেকে নওমান ইলাহি (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.