দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার একটি স্কুলের ছাত্রাবাসে আগুন লেগে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনাকে বড় বিপর্যয় উল্লেখ করে দেশটির প্রেসিডেন্ট ইরফান আলী রোববার রাতে বলেন, এটি ভয়াবহ। এ ঘটনা বেদনাদায়ক।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রীয় গায়ানার মাহদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা অন্তত ২০ জন। আহত হয়েছে বেশ কয়েকজন। খবর- এনডিটিভি।
প্রেসিডেন্ট ইরফান আলী বলেছেন, রাজধানী জর্জটাউনের দুটি বড় হাসপাতালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
জর্জটাউনের প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত মাহদিয়াতে উদ্ধারকাজের জন্য ব্যক্তিগত এবং সামরিক বিমান পাঠানো হয়েছে।
গায়ানা আট লাখ জনসংখ্যার একটি ছোট ইংরেজি ভাষাভাষী দেশ। বিশ্বের বৃহত্তম মাথাপিছু তেলের মজুত রয়েছে দেশটিতে।