গাড়ি থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচলেন নায়িকা নিঝুম

0
6
নিঝুম রুবিনা। ছবি: সংগৃহীত
দেশে জনগণের নিরাপত্তা নিয়ে অনেক দিন ধরেই নানান আলোচনা-সমালোচনা চলছে। কারণ, দেশে ছিনতাই-অপহরণ বেড়ে গেছে। তাই নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশবাসীরা। এবার অল্পের জন্য প্রাণে বাঁচলেন এ প্রজন্মের চিত্রনায়িকা নিঝুম রুবিনা।
 
মঙ্গলবার (২১ জানুয়ারি) ভয়ঙ্কর এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। গাড়ি থেকে লাফ দিয়ে নিজেকে রক্ষা করেছেন নিঝুম। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন এই চিত্রনায়িকা।
 
এ প্রসঙ্গে গণমাধ্যমে নিঝুম বলেন, আমি ড্রাইভিং পারি না এবং আমার স্বামীও বাসায় ছিল না। তাই নিজের গাড়ি রেখে বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার জন্য উবার কল করি। পরে উবার চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডির রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করে। জানতে চাইলে বলেন আপনার লোকেশনেই যাচ্ছি চুপ থাকেন। মঙ্গলবার রাস্তা ফাঁকা থাকার পরও সে গুলশান রোডে ঢুকে পড়ে। তখন প্রায় ৮০ থেকে ১০০ স্পিডে গাড়ি টেনে যাচ্ছিল চালক।

নিঝুম রুবিনা। ছবি: সংগৃহীত
 
বিষয়টি আমার কাছে সন্দেহ লাগলে আমাকে এখানেই নামিয়ে দিতে বলি। তখন সে আমাকে বলে চুপ থাক, কোনো কথা বলবি না। তারপর আমি গাড়ির গ্লাস তুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করি। কিন্তু কারও কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে গতি একটু কম মনে হলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যাই।
 
প্রশ্ন রেখে তিনি আরও বলেন, আমরা কোন দেশে বসবাস করছি? দিনে দুপুরে কি আমাদের নিরপত্তা পাব না? উবার থেকে যদি এমন হয় তাহলে আমরা কাকে ভরসা করব? আজকে যদি গাড়ি থেকে যদি জাম্প করে না নামতাম তাহলে আমাকে খুঁজে পাওয়া যেত?

নিঝুম রুবিনা। ছবি: সংগৃহীত
 
প্রসঙ্গত, ২০১৩ সালে জাকির হোসেন রাজুর ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমার দিয়ে চলচ্চিত্রে পা রাখেন নিঝুম। এরপর ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’, ‘বেসামাল’ নামে সিনেমায় অভিনয় করেন তিনি। বর্তমানে ‘দুই মা’ এবং ‘বন্ধু তুই আমার’ নামের দুটি সিনমোয় কাজ করছেন নিঝুম।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.