গাজায় হাসপাতালের কাছে আবাসিক ভবনে হামলায় নিহত ২০

0
142
যুদ্ধবিরতির দাবিতে ফিলিস্তিনের সমর্থকেরা টাইমস স্কয়ারে বিক্ষোভ করছেন। ইসরায়েলের হামলায় গাজায় শিশু নিহত হওয়ার প্রতিবাদে তাঁদের হাতে শিশুদের পোশাক ছিল। নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র, ২৮ ডিসেম্বর, ছবি: রয়টার্স

গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ এলাকায় কুওয়াইতি হাসপাতালের কাছে আবাসিক একটি ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আল–জাজিরার খবরে কখন এই হামলা চালানো হয়েছে, তা জানানো হয়নি।

রয়টার্সের খবরে হামলায় ৫৫ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেছেন, হতাহত ব্যক্তিরা সবাই বেসামরিক নাগরিক।

রাফাহ এলাকার আবু ইউসেফ আল–নাজর হাসপাতালের পরিচালক মারওয়ান আল-হামস বলেছেন, এই প্রহসন ও গণহত্যা বন্ধ করুন।

এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকার একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট বলেছে, মাঘাজি শরণার্থীশিবিরের একটি বাড়িতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় তিন ফিলিস্তিনি নিহত ও ছয়জন আহত হয়েছেন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এক সংবাদ সম্মেলনে বলেছেন, তাঁরা হামাসকে পুরোপুরি ধ্বংস করে দিতে চান।

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় গাজায় ২১০ জন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। এ নিয়ে গত ৭ অক্টোবর ইসরায়েলের হামলার পর থেকে গাজায় এখন পর্যন্ত কমপক্ষে ২১ হাজার ৩২০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫৫ হাজার ৬০৩ জন। ইসরায়েলে হামাসের হামলায় নিহত হওয়ার সংখ্যা পৌঁছেছে ১ হাজার ১৩৯–তে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.