গাজায় ইসরায়েলি হামলায় নিহত দুই সাংবাদিক

0
15
জালেমি আল ফাকাওয়ি ও ইউসুফ আল খাজানদার

গাজার খান ইউনিসের আল নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের জন্য নির্মিত একটি তাঁবুতে লক্ষ্য করে বোমা হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। হামলায় জালেমি আল ফাকাওয়ি ও ইউসুফ আল খাজানদার নামের দুই সাংবাদিকের মৃত্যু হয়েছে। এছাড়াও গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৭ গণমাধ্যমকর্মী। সোমবার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এ হামলায় আহমেদ মনসুর নামের এক গণমাধ্যমকর্মী আহত হয়েছেন। তিনি তাঁবুর ভেতর থাকা অবস্থায় সেটিতে আগুন ধরে যায়। গুরুতরভাবে দগ্ধ হয়েছেন তিনি। তবে, হতাহতরা কোন গণমাধ্যমের কর্মী, তা এখনো জানা যায়নি।

এছাড়া গাজার বিভিন্ন স্থানে বেসামরিকদের ওপর নির্বিচারে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলিরা। দেইর আল বালা’য় একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে চালানো বোমা হামলায় একই পরিবারের কয়েকজন নিহত হয়েছে। হতাহতের প্রকৃত সংখ্যা জানা যায়নি।

ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার ও কুদস নিউজ নেটওয়ার্ক এই ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করেছে। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় বেসামরিক নাগরিক ও মিডিয়া কর্মীদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়ছে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.