ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান হিসেবে গতকাল বৃহস্পতিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার গহর আলী খান।
দ্বিতীয়বারের মতো গহর আলী পিটিআইয়ের চেয়ারম্যান নির্বাচিত হলেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্যানেল নিজেদের প্রত্যাহার করে নিলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
পরে পিটিআই এক বিবৃতিতে বলেছে, প্যানেল প্রত্যাহারের পর শুধু একজনই প্রার্থী ছিলেন। তিনি নির্বাচিত হন।
দলের ঘোষণা অনুযায়ী, ওমর আইয়ুব খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিটিআইয়ের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
পিটিআইয়ের অভ্যন্তরীণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি) ৩ মার্চ ঘোষণা করবে।
গত বছরের নভেম্বরে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা কারাবন্দী ইমরান খান আইনি জটিলতা এড়াতে দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেন। পরে তিনি গহর আলীকে দলীয় প্রধানের পদে মনোনীত করেছিলেন।
পাকিস্তান নির্বাচন কমিশনের নির্দেশে পিটিআই গত বছরের ২ ডিসেম্বর দলের অভ্যন্তরীণ নির্বাচন করে। নির্বাচনে গহর আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।
পিটিআইয়ের অভ্যন্তরীণ নির্বাচনকে গত মাসে অবৈধ ঘোষণা করেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। অভ্যন্তরীণ নির্বাচন বাতিল করার কারণে গহর আলী পিটিআইয়ের চেয়ারম্যান পদ হারান।