গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

0
8
গণ-অভ্যুত্থানে আহত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় চব্বিশের গণ-অভ্যুত্থানে আহত আরও কয়েকজনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
 
শুক্রবার (১ নভেম্বর) ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল আহত ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে এই সহায়তা প্রদান করে।
 
আহতরা হলেন- মুরাদ ইসলাম, হারুন মিয়া, বছির উদ্দিন, ওহিদুল ইসলাম অন্তর ও মো. শহীদুল্লাহ্।
 
দুপুরে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন মুরাদ ইসলাম, সাভারে হারুন মিয়ার বাসা ও বছির উদ্দিনের মিরপুরের বাসায় গিয়ে তাদেরকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন জাতীয়তাবাদী শ্রমিক দলের ময়মনসিংহ বিভাগীয় সহসভাপতি ও ‘আমরা বিএনপি পরিবার’-এর সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন।
 
এ সময় জাতীয়তাবাদী কৃষক দলের স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. একরামুল হক একরাম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য শাকিল আহমেদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিয়ান হোসেন নিনাদ, শেকৃবি ছাত্রদলের বর্তমান সভাপতি তাপস কবির, ছাত্রদল নেতা শাহিনুর ইসলাম রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
 
এদিকে, চব্বিশের গণ-অভ্যুত্থানে আহতদের পাশে থাকার জন্য সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
 
অন্যদিকে, ছাত্র-জনতার আন্দোলনে উত্তরায় গুলিবিদ্ধ ৯ম শ্রেণির ছাত্র ওহিদুল ইসলাম অন্তর ও মো. শহীদুল্লাহকেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে চিকিৎসা সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যতম সদস্য মুস্তাকিম বিল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.