খেলোয়াড় থেকে অভিনেত্রী

0
9
তাপসী পান্নু

পনেরো বছরের ক্যারিয়ারে নানা বৈচিত্র্যময় চরিত্র উপহার দিয়েছেন তিনি। তাঁকে দেখা গেছে ভারতের বিভিন্ন ভাষার সিনেমায়। তিনি আর কেউ নন তাপসী পান্নু। আজ এই অভিনেত্রীর জন্মদিন। এ উপলক্ষে টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়াডটকম অবলম্বে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু জানা–অজানা তথ্য—

 ১৯৮৭ সালের ১ আগস্ট দিল্লিতে জন্ম তাপসীর। পড়াশোনা শেষে কাজ করতেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। পরে একটি সুন্দরী প্রতিযোগিতা বদলে দেয় তাঁর জীবন। শুরু করেন মডেলিং। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
১৯৮৭ সালের ১ আগস্ট দিল্লিতে জন্ম তাপসীর। পড়াশোনা শেষে কাজ করতেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। পরে একটি সুন্দরী প্রতিযোগিতা বদলে দেয় তাঁর জীবন। শুরু করেন মডেলিং। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

 ২০১০ সালে তেলেগু সিনেমা ‘ঝুমান্দি নাদাম’ দিয়ে অভিনয়ে শুরু হয়। এরপর দক্ষিণের বিভিন্ন সিনেমায় কাজ করেছেন। সাফল্যও পাচ্ছিলেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২০১০ সালে তেলেগু সিনেমা ‘ঝুমান্দি নাদাম’ দিয়ে অভিনয়ে শুরু হয়। এরপর দক্ষিণের বিভিন্ন সিনেমায় কাজ করেছেন। সাফল্যও পাচ্ছিলেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

তবে তাপসী ভারতজুড়ে পরিচিতি পান অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমা ‘পিংক’ দিয়ে। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সিনেমার জন্য সমালোচকদের প্রশংসাও পান। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
তবে তাপসী ভারতজুড়ে পরিচিতি পান অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমা ‘পিংক’ দিয়ে। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সিনেমার জন্য সমালোচকদের প্রশংসাও পান। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

‘পিংক’–এর সাফল্যের পর একের পর এক সামাজিক বক্তব্যধর্মী সিনেমায় দেখা যায় তাঁকে। তাপসী অভিনয় করেন ‘মুলক’, ‘থাপ্পড়’ ইত্যাদি সিনেমায়। এ ছাড়াও ‘মিশন মঙ্গল’, ‘মনমর্জিয়া’, ‘সাণ্ড কী আঁখ’ ইত্যাদি আলোচিত সিনেমাতেও দেখা যায় তাঁকে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
‘পিংক’–এর সাফল্যের পর একের পর এক সামাজিক বক্তব্যধর্মী সিনেমায় দেখা যায় তাঁকে। তাপসী অভিনয় করেন ‘মুলক’, ‘থাপ্পড়’ ইত্যাদি সিনেমায়। এ ছাড়াও ‘মিশন মঙ্গল’, ‘মনমর্জিয়া’, ‘সাণ্ড কী আঁখ’ ইত্যাদি আলোচিত সিনেমাতেও দেখা যায় তাঁকে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

 ‘সুরমা’, ‘রেশমি রকেট’–এর মতো স্পোর্টস সিনেমাতেও অভিনয় করেছেন তাপসী। অনেকেই জানেন না, অভিনেত্রী নিজেও খেলাধুলা পছন্দ করেন। অভিনয়ে আসার আগে তিনি ছিলেন ভারতের জাতীয় পর্যায়ের স্কোয়াশ খেলোয়াড়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
‘সুরমা’, ‘রেশমি রকেট’–এর মতো স্পোর্টস সিনেমাতেও অভিনয় করেছেন তাপসী। অনেকেই জানেন না, অভিনেত্রী নিজেও খেলাধুলা পছন্দ করেন। অভিনয়ে আসার আগে তিনি ছিলেন ভারতের জাতীয় পর্যায়ের স্কোয়াশ খেলোয়াড়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

নেটফ্লিক্সের আলোচিত  ইরোটিক থ্রিলার ‘হাসিন দিলরুবা’ ও এর সিকুয়েল দিয়ে আলোচিত হন অভিনেত্রী। এ ছবিতে  আবেদনময়ী চরিত্রে তাঁর অভিনয় নতুন করে আলোচনার জন্ম দেয়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
নেটফ্লিক্সের আলোচিত ইরোটিক থ্রিলার ‘হাসিন দিলরুবা’ ও এর সিকুয়েল দিয়ে আলোচিত হন অভিনেত্রী। এ ছবিতে আবেদনময়ী চরিত্রে তাঁর অভিনয় নতুন করে আলোচনার জন্ম দেয়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

 তাপসীর অভিনয় প্রশংসিত হলেও তিনি নাকি এখনো প্রথম সারির অভিনেত্রী হওয়ার দৌড়ে নেই! সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীর ভাষ্য, বহিরাগত হিসেবে বলিউডে আসেন তিনি। ‘পিঙ্ক’ ও ‘থাপ্পড়’ সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। তবুও বলিউডের সঙ্গে দূরত্ব বজায় রেখেই চলেন তাপসী। এতে নাকি তাঁর কোনো অসুবিধা নেই। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
তাপসীর অভিনয় প্রশংসিত হলেও তিনি নাকি এখনো প্রথম সারির অভিনেত্রী হওয়ার দৌড়ে নেই! সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীর ভাষ্য, বহিরাগত হিসেবে বলিউডে আসেন তিনি। ‘পিঙ্ক’ ও ‘থাপ্পড়’ সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। তবুও বলিউডের সঙ্গে দূরত্ব বজায় রেখেই চলেন তাপসী। এতে নাকি তাঁর কোনো অসুবিধা নেই। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

তাপসী বলেন, ‘এটাই তো জীবনের শেষ কথা নয়। আর তার চেয়েও বড় কথা, জীবন খুব সীমিত। নিজেকে সব সময় সেটি বলতে থাকি। আমি অন্য কারোর মতো বাঁচতে চাই না। নিজের মতো করে জীবনযাপন করাই আমার উদ্দেশ্য।’ তা ছাড়া সর্বোচ্চ পারিশ্রমিকের অভিনেত্রী হওয়ারও স্বপ্ন দেখেন না এই অভিনেত্রী। তাপসীর ইনস্টাগ্রাম থেকে
তাপসী বলেন, ‘এটাই তো জীবনের শেষ কথা নয়। আর তার চেয়েও বড় কথা, জীবন খুব সীমিত। নিজেকে সব সময় সেটি বলতে থাকি। আমি অন্য কারোর মতো বাঁচতে চাই না। নিজের মতো করে জীবনযাপন করাই আমার উদ্দেশ্য।’ তা ছাড়া সর্বোচ্চ পারিশ্রমিকের অভিনেত্রী হওয়ারও স্বপ্ন দেখেন না এই অভিনেত্রী। তাপসীর ইনস্টাগ্রাম থেকে

 গত বছর তাপসীর বিয়ের গুঞ্জন ছাড়ায়। তাঁর দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াস বোর সঙ্গে সংসার করছেন বলে খবর প্রকাশিত হয়। পরে বিয়ের কথা স্বীকার করেন তাপসী। বলেন, ‘সত্যি বলতে, আমি চাই না আমার ব্যক্তিগত জীবনকে জনসমক্ষে আনতে, সচরাচর যে রকম হয়ে থাকে। আমি এমনই এক জীবন বেছে নিয়েছি। আমার সঙ্গী বা বিয়েতে আমন্ত্রিত অতিথিরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেননি। আমি নিজে এটা গোপন রেখেছি।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
গত বছর তাপসীর বিয়ের গুঞ্জন ছাড়ায়। তাঁর দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াস বোর সঙ্গে সংসার করছেন বলে খবর প্রকাশিত হয়। পরে বিয়ের কথা স্বীকার করেন তাপসী। বলেন, ‘সত্যি বলতে, আমি চাই না আমার ব্যক্তিগত জীবনকে জনসমক্ষে আনতে, সচরাচর যে রকম হয়ে থাকে। আমি এমনই এক জীবন বেছে নিয়েছি। আমার সঙ্গী বা বিয়েতে আমন্ত্রিত অতিথিরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেননি। আমি নিজে এটা গোপন রেখেছি।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

তাপসীকে সবশেষ পর্দায় দেখা গেছে ‘খেল খেল ম্যায়’ সিনেমায়। চলতি বছর তাঁর অভিনীত তিনটি সিনেমা মুক্তি পাওয়ার কথা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
তাপসীকে সবশেষ পর্দায় দেখা গেছে ‘খেল খেল ম্যায়’ সিনেমায়। চলতি বছর তাঁর অভিনীত তিনটি সিনেমা মুক্তি পাওয়ার কথা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.