খেলার মাঠে অসুস্থ হয়ে মারা গেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

0
56
মেহেদী হাসান, ছবি: সংগৃহীত

ক্রিকেট খেলার সময় অসুস্থ হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান মারা গেছেন। আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে তিনি অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষ।

মেহেদী হাসান বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীনগর গ্রামে।

মেহেদীর সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে আইন ও ভূমি প্রশাসন বিভাগের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। খেলা চলাকালে নন-স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটসম্যান মেহেদী হঠাৎ অসুস্থ বোধ করেন। এ সময় তাঁর সতীর্থ খেলোয়াড়েরা সেবা-শুশ্রূষা দিয়ে সুস্থ করে তোলার চেষ্টা করলে তাঁর অবস্থার অবনতি হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে মাটিতে পড়ে যান। পরে বিভাগের শিক্ষার্থীরা দ্রুত তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শংকর কুমার বিশ্বাস বলেন, ‘আজ বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেহেদী নামের এক শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসেন। তবে আমাদের কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর বুঝতে পারেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। পরিবার ও শিক্ষকদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহের ময়নাতদন্ত করা হয়নি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এশার নামাজ পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তাঁর প্রথম জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হবে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.