ক্রোম ব্রাউজারে ভয়ংকর নিরাপত্তাত্রুটি, দ্রুত হালনাগাদের পরামর্শ গুগলের

0
181
ক্রোম ব্রাউজার

ক্রোম ব্রাউজারে ভয়ংকর জিরো ডে নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়ার পর তড়িঘড়ি করে ব্রাউজারের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করেছে গুগল। পুরোনো সব সংস্করণে নিরাপত্তাত্রুটি থেকে যাওয়ায় ব্যবহারকারীদের দ্রুত ক্রোম ব্রাউজার হালনাগাদ করতেও পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

গুগলের তথ্যমতে, ক্রোম ব্রাউজারে থাকা সিভিই-২০২৩-৩০৭৯ নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স অপারেটিং সিস্টেম চলা যন্ত্রে দূর থেকে কোড প্রবেশ করিয়ে বড় ধরনের সাইবার হামলা চালানো যেত। আর তাই দ্রুত এ ত্রুটির সমাধান উইন্ডোজের জন্য ১১৪.০.৫৭৩৫.১১০ এবং ম্যাক এবং লিনাক্সের জন্য ১১৪.০.৫৭৩৫.১০৬ সংস্করণ উন্মুক্ত করা হয়েছে।

সিভিই-২০২৩-৩০৭৯ নিরাপত্তাত্রুটি বেশ কিছুদিন আগে শনাক্ত হলেও দ্রুত ক্রোম ব্রাউজার হালনাগাদ করতে পারেনি গুগল। এ কারণে এরই মধ্যে ব্যবহারকারীদের যন্ত্রে গোপনে সাইবার হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এটি নিয়ে এ বছর ক্রোম ব্রাউজারে মোট তিনটি জিরো ডে নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেল।

উইন্ডোজের যেসব সংস্করণে চলবে না নতুন ক্রোম ব্রাউজার

জিরো ডে নিরাপত্তাত্রুটি মূলত সফটওয়্যারের দুর্বলতা। নিজেদের তৈরি সফটওয়্যারে ত্রুটি শনাক্ত হলে দ্রুত সমাধান করে নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করে বিভিন্ন প্রতিষ্ঠান। কিন্তু প্যাচ উন্মুক্তের আগে হ্যাকাররা যদি সেই ত্রুটি ব্যবহার করতে পারে, তখন সেটিকে জিরো ডে নিরাপত্তাত্রুটি বলা হয়।
সূত্র: ফোর্বস

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.