‘কৌশলগত’ ক্রুজ মিসাইলের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

0
7
ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

কৌশলগত ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটি রাষ্ট্রীয় গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন পারমাণবিক আক্রমণ সক্ষমতা পুরোপুরি ব্যবহারের জন্য প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। এটি প্রমাণের জন্যই পরীক্ষাটি চালানো হয়েছে। তিনি ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি পর্যবেক্ষণ করেছেন।

এতে আরও বলা হয়, উত্তর কোরিয়ার নিরাপত্তা জন্য হুমকি ও সংঘাতের চেষ্টাকারীদের সতর্ক করার জন্যই পরীক্ষাটি করা হয়েছে। আঘাত হানার ক্ষমতা নিশ্চিতের মাধ্যমেই প্রতিরোধ বা প্রতিরক্ষা ক্ষমতার প্রমাণ দেয়া যায়।

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোরীয় উপদ্বীপে উস্কানি বাড়ানোর অভিযোগ রয়েছে দেশটির। শত্রুদের এই উস্কানি মোকাবেলায় কিম জং উন পারমাণবিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

এদিকে, গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্রস্তুতির লক্ষণ দেখতে পাওয়ার কথা জানায় দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এছাড়া, সমুদ্রের উপর দিয়ে যাওয়া বেশকয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কথাও জানায় বাহিনীটি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.