কোস্টারিকাকে হারাল মেসিহীন আর্জেন্টিনা
লিওনেল মেসিকে ছাড়াই কোস্টারিকাকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
বুধবার (২৭ মার্চ) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এই জয় দিয়ে বছরের প্রথম আন্তর্জাতিক সূচি শেষ করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
ম্যাচের প্রথমার্ধে আক্রমণের পসরা সাজিয়েও গোল হজম করতে হয়েছে আর্জেন্টিনাকে। তবে দ্বিতীয় হাফে কোস্টারিকাকে ৩ গোল দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তারা।
ম্যাচ শুরুর ৩৪ মিনিটে ম্যানফ্রেড উগালদে কোস্টারিকাকে এগিয়ে দেন। কিন্তু দ্বিতীয়ার্ধে অবশ্য নিজেদের ফিরে পায় বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ৫২ মিনিটে ডি মারিয়ার গোলে ১-১ সমতায় ফেরে আর্জেন্টিনা। এর ৪ মিনিট পরেই কর্নার থেকে গোল করে ম্যাক অ্যালিস্তার। এরপর ম্যাচের ৭৭ মিনিটে লাউতারো মার্টিনেজের সুবাধে তৃতীয় গোলের দেখা পায় স্কালোনির শিষ্যরা।
এদিন ইনজুরির কারণে আর্জেন্টিনার হয়ে খেলতে পারেননি লিওনেল মেসি।