কোরীয় গায়কের মরদেহ উদ্ধার

0
43
হিসাং, ইনস্টাগ্রাম থেকে

দক্ষিণ কোরীয় গায়ক হিসাং মারা গেছেন। গত সোমবার সন্ধ্যায় সিউলের বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। হিসাংয়ের বয়স হয়েছিল ৪৩ বছর। খবর বার্তা সংস্থা ইয়োনহ্যাপের

আরঅ্যান্ডবি সংগীতের গায়ক হিসেবে পরিচিতি পাওয়া হিসাংয়ের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। হিসাংয়ের এজেন্সি টাজয় এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে বলেছে, ‘হিসাং আমাদের ছেড়ে চলে গেছেন। হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। পরে তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে।’

তবে তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে, নাকি খুন কিংবা আত্মহত্যা—তা খোলাসা করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, এখনো খুনের কোনো আলামত পাওয়া যায়নি। তাঁরা তদন্ত চালিয়ে যাচ্ছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে জরুরি নম্বরে ফোন করেন হিসাংয়ের মা। তাঁকে উদ্ধারের পর জানা যায়, তিনি আগেই মারা গেছেন।

ইয়োনহ্যাপ লিখেছে, একই বিল্ডিংয়ের আলাদা অ্যাপার্টমেন্টে থাকেন হিসাংয়ের মা। রোববার ম্যানেজারের সঙ্গে দেখা করার কথা ছিল হিসাংয়ের। তবে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ম্যানেজার। পরে তাঁর মাকে জানান। মা হিসাংয়ের অ্যাপার্টমেন্টে এসে দেখেন, অচেতন অবস্থায় পড়ে আছেন এই গায়ক।

২০০২ সালে লাইক আ মুভি অ্যালবাম দিয়ে অভিষেক ঘটে তাঁর। ‘ইনসোমনিয়া’, ‘হার্টশো স্টোরি’ গানের জন্য পরিচিতি পেয়েছেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.