কোপা আমেরিকার সেরা দলে আর্জেন্টিনার ৫, ব্রাজিলের ১

0
50
টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার ট্রফি হাতে তুলেছেন লিওনেল মেসি, এএফপি

ফাইনালের দুই সপ্তাহ পর টুর্নামেন্টের সেরা দল ঘোষণা করেছে কোপা আমেরিকা। এতে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের আছেন পাঁচজন, রানার্সআপ কলম্বিয়ার দুজন। এ ছাড়া ব্রাজিল, কানাডা, উরুগুয়ে ও ইকুয়েডরের আছেন একজন করে।

গত ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত চলা কোপা আমেরিকার ৪৮তম আসরে অংশ নেয় ১৬টি দল। ৩২ ম্যাচের টুর্নামেন্টে ফাইনালে কলম্বিয়াকে ১–০ গোলে হারিয়ে ১৬তম বারের মতো মহাদেশসেরার ট্রফি জেতে আর্জেন্টিনা।

২০২৪ কোপা আমেরিকার সেরা একাদশের গোলকিপার হিসেবে জায়গা করেছেন এমিলিয়ানো মার্তিনেজ। আর্জেন্টিনার এই গোলকিপার পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করেছেন। এ ছাড়া কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে টাইব্রেকারে সেভ করেন দুটি শট। এমন পারফরম্যান্সের পর টুর্নামেন্টসেরা গোলকিপারের স্বীকৃতিও উঠেছিল তাঁর হাতে। রক্ষণে চার ডিফেন্ডার হিসেবে জায়গা হয়েছে কলম্বিয়ার ডেভিনসন সানচেজ, ইকুয়েডরের পিয়েরো হিনকাপি, কানাডার অ্যালিস্টার জনস্টন ও আর্জেন্টিনার ক্রিস্টিয়ান রোমেরোর।

মাঝমাঠের খেলোয়াড় হিসেবে আছেন কলম্বিয়ার হামেস রদ্রিগেজ, উরুগুয়ের মানুয়েল উগার্তে ও আর্জেন্টিনার রদ্রিগো দি পল। তাঁদের মধ্যে রদ্রিগেজ ১ গোল ও ৬ অ্যাসিস্ট করে টুর্নামেন্টসেরা খেলোয়াড় হয়েছিলেন। আক্রমণভাগে তিনজনের মধ্যে দুজনই আর্জেন্টাইন—লিওনেল মেসি ও লাওতারো মার্তিনেজ। মেসি গোল করেছেন একটি, মার্তিনেজ ফাইনালের গোলসহ মোট ৫টি। এ ছাড়া একমাত্র ব্রাজিলিয়ান হিসেবে আছেন রাফিনিয়া, যিনি কলম্বিয়ার বিপক্ষে ফ্রি কিকে দুর্দান্ত গোল করেছিলেন।

কোপা আমেরিকার একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ (আর্জেন্টিনা), ক্রিস্টিয়ান রোমেরো (আর্জেন্টিনা), অ্যালিস্টার জনস্টন (কানাডা), ডেভিনসন সানচেজ (কলম্বিয়া), পিয়েরো হিনকাপি (ইকুয়েডর), হামেস রদ্রিগেজ (কলম্বিয়া), মানুয়েল উগার্তে (উরুগুয়ে), রদ্রিগো দি পল (আর্জেন্টিনা), রাফিনিয়া (ব্রাজিল), লিওনেল মেসি (আর্জেন্টিনা) ও লাওতারো মার্তিনেজ (আর্জেন্টিনা)।

আবিদুল ইসলাম

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.