কোথাও বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, তবে সরকার নিষ্ক্রিয় নয়: আলী ইমাম মজুমদার

0
23
আলী ইমাম মজুমদার

পূজায় কোথাও কোথাও দুয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, তবে সরকার নিষ্ক্রিয় নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে এবং ভবিষ্যতেও নেয়া হবে বলে তিনি স্পষ্ট করেন।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরায় সর্বজনীন মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় দেয়া বক্তব্যে এমন মন্তব্য করেন এ উপদেষ্টা।

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে আলী ইমাম মজুমদার বলেন, আপনারা নির্দ্বিধায় পূজা করার আশ্বাস চেয়েছেন, এই আশ্বাস বারবার দেয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা নিজেই দিচ্ছেন। আপনার যে অধিকার, আমারও সে অধিকার, এই দেশটাতে। ফলে আপনি থাকবেন না কেন? আমি থাকতে পারলে আপনিও থাকতে পারেন দেশটাতে। সকলে সুন্দরভাবে আনন্দের সাথে পূজা উদযাপন করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ উপদেষ্টা আরও বলেন, বিরাট একটি পরিবর্তনের মধ্য দিয়ে এই সরকার এসেছে। আপনারা জানেন ৫ আগস্ট থেকে ৮ আগস্ট তারিখ পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না। এ সময় পুলিশ বাহিনীর ওপর বিরাট ধকল গেছে। আপনারা এটা বুঝবেন। আশা করছি, তাদের সমস্যা দ্রুত কাটিয়ে উঠা সম্ভব হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.