কেশবপুরে আজ থেকে শুরু হচ্ছে মধুমেলা

0
6
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে আজ থেকে শুরু হচ্ছে মধুমেলা।
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে আজ থেকে শুরু হচ্ছে মধুমেলা।
 
শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে সপ্তাহব্যাপী এ মধুমেলার উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
 
এদিকে, মেলা উপলক্ষে সাগরদাঁড়িকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। মধুমেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যশোর জেলা প্রশাসক ও মেলা উদযাপন কমিটির সভাপতি আজাহারুল ইসলাম।
 
কপোতাক্ষ নদ পাড়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখ লাখ মধুভক্তের উপস্থিতিতে কবির জন্মভূমির স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের পাড়, জমিদার বাড়ির আম্রকানন, বিদায় ঘাট, মধুপল্লীসহ মুখরিত হয়ে উঠবে মধুমেলা প্রাঙ্গণ।
 
এবারের মধুমেলায় দর্শনার্থীদের বিনোদনের জন্য মধুমঞ্চে কেশবপুর ও যশোরের শিল্পী গোষ্ঠীর পাশাপাশি দেশবরেণ্য কবি, সাহিত্যিক ও শিল্পীদের পরিবেশনা থাকবে। এর পাশাপাশি প্যান্ডেলে সার্কাস ও জাদু প্রদর্শনী রয়েছে। শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগর দোলাসহ বিভিন্ন আয়োজন। এ ছাড়াও থাকছে কুটির শিল্পসহ গ্রামীণ পসরা। শুধু তাই নয়, কুটির শিল্পসহ গ্রামীণ পসরা ও কৃষি মেলাও এবার থাকছে।
 
মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামের জমিদার দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা জমিদার রাজনারায়ণ দত্ত আর মা জাহ্নবী দেবী। ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি কবি ও নাট্যকর তথা বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন তিনি। ১৮৭৩ সালের ২৯ জুন মহাকবি মধুসূদন দত্ত মারা যান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.