কেমন হলো পাকিস্তানের বিশ্বকাপ জার্সি

0
182

ভারতে ৫ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। এরই মধ্যে সূচি ঘোষণা হয়েছে। এবার বিশ্বকাপের মেগা আসরের জন্য পাকিস্তানের জার্সি উন্মোচন করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড।

সোমবার পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফের উপস্থিতিতে এই জার্সি উন্মোচন করা হয়। জার্সির বাম পাশে পাকিস্তান ক্রিকেট বোর্ডের লোগো রাখা হয়েছে। ডান পাশে বিশ্বকাপ-২০২৩ এর লোগো রাখা হয়েছে।

ওই জার্সির ছবি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া হয়েছে। জাকা আশরাফ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে জার্সি উন্মোচন করেছেন, ওই ভিডিও দেওয়া হয়েছে। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, পেসার নাসিম শাহ, হ্যারিস রউফকে রাখা হয়েছে পিসিবির দেওয়া ছবিতে। সঙ্গে আছেন দু’জন নারী ক্রিকেটার।

এছাড়া পিসিবির পেজে একটি ভিডিও দেওয়া হয়েছে। যেখানে ১৯৯২ বিশ্বকাপের জার্সি, ১৯৯৯ বিশ্বকাপের জার্সিসহ সর্বশেষ আসরগুলোয় পাকিস্তানের বিশ্বকাপ জার্সি দেখানো হয়েছে। বিশ্বকাপের জার্সির ছবি দিয়ে তা কেমন হলো লাইক, লাভ রিঅ্যাক্ট দিয়ে ভক্তদের জানাতেও বলা হয়েছে।

পাকিস্তানের বিশ্বকাপের জার্সি উন্মোচন করেন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ। 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.