কাশ্মীরে এনসি-কংগ্রেস এগিয়ে, হরিয়ানায় বিজেপি

0
45
কাশ্মীরে এনসি-কংগ্রেস এগিয়ে

জম্মু ও কাশ্মীর বিধানসভার প্রাথমিক ফলাফলে ন্যাশনাল কনফারেন্স (এনসি)-কংগ্রেস জোট এগিয়ে আছে। অন্যদিকে, হরিয়ানায় এগিয়ে আছে ক্ষমতাসীন বিজেপি। খবর হিন্দুস্তান টাইমসের।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়। দুই রাজ্যেই প্রাথমিক গণনার পর দেখা যাচ্ছে, বুথ ফেরত ভোট সমীক্ষার ফল মেলেনি।

সমীক্ষায় বলা হয়েছিল জম্মু ও কাশ্মীরে ত্রিশঙ্কু বিধানসভার কথা। কিন্তু সেখানে এনসি-কংগ্রেস জোট ৪৭টি আসনে এগিয়ে আছে। এর মধ্যে জয় নিশ্চিত হয়েছে ১৩টিতে। অন্যদিকে, বিজেপি এগিয়ে ২৮টি আসনে। পিডিপি চারটিতে।

বুথ ফেরত জরিপে বলা হচ্ছিল, হরিয়ানায় ১০ বছরের আধিপত্য হারাতে যাচ্ছে বিজেপি। কৃষক আন্দোলন ও কুস্তিগিরদের আন্দোলনের জেরে সেখানে অস্বস্তিতে ছিল শাসকদল। তবে জরিপের ফলাফলকে ভুল প্রমাণিত করে প্রায় অর্ধশত আসনে এগিয়ে রয়েছে ক্ষমতাসীনরা। বিজেপির ৪৯ আসনের বিপরীতে কংগ্রেস এগিয়ে ৩৬টিতে।

দুই রাজ্যেই বিজেপির জন্যে বড় পরীক্ষা। হরিয়ানায় টানা ১০ বছর সরকার চালিয়েছে তারা। তবে কৃষক আন্দোলন এবং কুস্তিগিরদের আন্দোলনের জেরে সেখানে অস্বস্তিতে শাসকদল। এদিকে জম্মু ও কাশ্মীরে এবারে বিধানসভা ভোট হয়েছে দীর্ঘ এক দশক পর।

উল্লেখ্য, গত শনিবার (৫ অক্টোবর) হরিয়ানায় এক ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আর জম্মু-কাশ্মীরে হয় শেষ ধাপের ভোটাভুটি। দুটি রাজ্যেই ৯০টি আসন। সরকার গঠনের জন্য জয় দরকার ৪৬টিতে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.