কাশ্মিরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা কর্মকর্তা নিহত

0
41
ভারতীয় সেনা

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে স্বাধীনতাকামীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর একজন কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার (১৪ আগস্ট) কশ্মিরের দোদা জেলায় ক্যাপ্টেন দীপক সিং নামে ওই সেনাকর্মকর্তা মারা যান। এই ঘটনায় আহত হয়েছেন একজন বেসামরিক নাগরিকও। খবর, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়, বন্দুকযুদ্ধে সশস্ত্র গোষ্ঠীর একজন আহত হয়েছে। তাদের খুঁজতে অভিযান শুরু হয়েছে। সেনাবাহিনী ক্যাপ্টেন সিংয়ের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।

বুধবার শিবগার-আসার এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলাকালে ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে যুক্তরাষ্ট্রে তৈরি এমফোর অ্যাসাল্ট রাইফেল উদ্ধার করে।

জম্মু কাশ্মির পিপলস ডেমোক্র্যাটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতিও সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে চলতি মাসের শুরুর দিকে এই অঞ্চলে সহিংসতার ঘটনা ঘটেছিল। সেনাবাহিনীর দাবি, ঘন অরন্যে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা লুকিয়ে থাকে বলে তাদের আটক করা সম্ভব হয় না। সরকার সেখানে নিরাপত্তা জোরদার করার চিন্তা করছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.