কারওয়ান বাজারে টিসিবির ট্রাকের সামনে দীর্ঘ সারি, অনিয়মের অভিযোগ

0
7
টিসিবির ট্রাক থেকে ভর্তুকি মূল্যে পণ্য কিনতে মানুষের ভিড়। আজ রাজধানীর কারওয়ান বাজারে।

রাজধানীর কারওয়ান বাজারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকের সামনে আজ শনিবার ক্রেতাদের দীর্ঘ সারি দেখা যায়। অনেকে এক ঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষা করছেন। সারিতে দাঁড়ানো মানুষের মধ্যে হট্টগোল।

দেখা গেল, ট্রাকের পাশে দুজন ব্যক্তির মধ্যে কথা-কাটাকাটি থেকে হাতাহাতি হওয়ার উপক্রম। এ পরিস্থিতিতে বেচাকেনা কিছুক্ষণ বন্ধও থাকে। পণ্য কিনতে আসা মানুষের সঙ্গে কথা জানা গেল, অনেকেই সিরিয়াল ভেঙে পণ্য কিনছেন। এমনকি এক ব্যক্তি একাধিকবার পণ্য কিনছেন বলেও অভিযোগ।

এর ফলে যাঁরা অনেকক্ষণ ধরে সারিতে দাঁড়িয়ে আছেন, তাঁদের অনেকেই পণ্য পাবেন না। টিসিবির একেকটি ট্রাকে ৩৫০ জন মানুষের জন্য পণ্য থাকে। প্রথম ৩৫০ জনের পর যাঁরা আসবেন, তাঁরা স্বাভাবিকভাবেই পণ্য পাবেন না। কিন্তু তার মধ্যে অনিয়মের কারণে যাঁরা আগে থেকে সারিতে দাঁড়িয়ে আছেন, তাঁদের অনেকেই পণ্য পাবেন না। সে কারণে এত হট্টগোল।

কারওয়ান বাজারে নারী ও পুরুষের জন্য আলাদা সারি করা হয়েছে। নারীদের সারিতে বেশ কয়েকটি শিশুও দেখা গেল। হট্টগোলের কারণে পণ্য বিতরণে দেরি হওয়ায় নারী ও শিশুদের মধ্যে অসন্তোষ দেখা গেল।

তেজকুনিপাড়া থেকে আসা গৃহবধূ রেহানা বেগম বলেন, ঘরের কাজকর্ম ফেলে এতক্ষণ দাঁড়িয়ে থাকা সমস্যা। ট্রাক থেকে মাত্র ৩৫০ জনকে পণ্য দেওয়া হচ্ছে, সংখ্যাটা অপ্রতুল বলেই মনে করেন তিনি। সংখ্যা বাড়ানো হলে এই সমস্যা কমত বলে মনে করেন তিনি। সেই সঙ্গে ট্রাকে আলু ও পেঁয়াজ দেওয়া হলে আরও ভালো হতো বলে তাঁর মত।

পণ্যের মূল্য তালিকা
পণ্যের মূল্য তালিকা

আজ সকালে রাজধানীর কারওয়ান বাজারে মেট্রো স্টেশনের পাশে টিসিবির ট্রাক থেকে তিনটি পণ্য বিক্রি হচ্ছে। প্রত্যেক ক্রেতাকে দুই লিটার করে ভোজ্যতেল, দুই কেজি করে মসুর ডাল ও পাঁচ কেজি করে চাল দেওয়া হচ্ছে। প্রতি লিটার ভোজ্যতেলের দাম ১০০ টাকা; প্রতি কেজি মসুর ডালের দাম ৬০ টাকা আর প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে।

কারওয়ান বাজারসহ মোট ৫০টি স্থানে আজ টিসিবির বিক্রয় কার্যক্রম চলছে। এই ৫০ জায়গা হলো রামপুরা টিভি সেন্টার, পলাশ নগর জামে মসজিদ, কলেজ গেট, উত্তর বাড্ডা প্রধান সড়ক, শাহজাদপুর, আফতাবনগর আানসার ক্যাম্প, আদাবর থানা, শেরেবাংলা নির্বাচন কমিশন, খামারবাড়ি মোড়, এফডিসি গেট, মহানগর প্রজেক্ট পানির পাম্প, ঢাকা মেডিকেলের সামনে, এফডিসি গেট, বাটা সিগন্যাল (এলিফ্যান্ট রোড), পান্থপথ মোড় ইত্যাদি।

দেশে দেড় বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ১০ দশমিক ৮৭ শতাংশ। গত তিন মাসে, অর্থাৎ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটাই সর্বোচ্চ মূল্যস্ফীতি। অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতিও বেড়েছে; সে মাসে যা ছিল ১২ দশমিক ৬৬ শতাংশ।

এ বাস্তবতায় নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে ঢাকা মহানগরের ৫০টি ও চট্টগ্রাম মহানগরের ২০টি স্থানে ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে তেল, ডাল ও চাল বিক্রি করছে টিসিবি। এর বাইরে দেশে এক কোটি পরিবার কার্ডধারীর মধ্যে প্রতি মাসে কিছু পণ্য বিক্রি করে টিসিবি।

টিসিবির ট্রাকে পণ্য বিক্রির কার্যক্রম ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। তবে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে না এলে পরবর্তী সময় কার্যক্রমের মেয়াদ বাড়ানো হতে পারে।

এর বাইরে খোলাবাজারে বা ওএমএস পদ্ধতিতে চাল ও আটা বিক্রি করছে সরকারের খাদ্য অধিদপ্তর। এ ছাড়া ট্রাকে সাশ্রয়ী দামে পেঁয়াজ, ডিম, আলুসহ কয়েকটি কৃষিপণ্য বিক্রি করছে কৃষি বিপণন অধিদপ্তর।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.