আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে ২০২১ সালের বোমা হামলার জন্য দায়ী বলে সন্দেহভাজন আইএস নেতা তালেবানের হাতে নিহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা। তবে তারা ইসলামিক স্টেটের মাস্টারমাইন্ড অভিহিত ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি।
মার্কিন কর্মকর্তারা বিবিসির ইউএস নিউজ পার্টনার সিবিএসকে বলেন, ইসলামিক স্টেটের ওই নেতা কয়েক সপ্তাহ আগে মারা গেছেন। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করতে সময় লেগেছে।
গোয়েন্দা তথ্য এবং সরেজমিন পর্যবেক্ষণের মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। হামলার জন্য ওই ব্যক্তি দায়ী বলে তারা কীভাবে জানতে পেরেছিল সে সম্পর্কে বিস্তারিত জানাননি।
সোমবার যুক্তরাষ্ট্র আইএস নেতার মৃত্যুর বিষয়ে নিহত মার্কিন সেনাদের পরিবারকে জানাতে শুরু করে।
উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে তালেবান-নিয়ন্ত্রিত আফগানিস্তান ছেড়ে যেতে কাবুলে বিমানবন্দরে ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ। সে সময় সেখানে বোমা হামলায় ১৭০ জন বেসামরিক নাগরিক এবং ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছিলেন।