কান চলচ্চিত্র উৎসবে পোশাক ও সাজ নিয়ে আলোচনায় থাকেন তারকারা। বিভিন্ন দেশের মতো প্রতিবছর বলিউডের একাধিক নায়িকা উৎসবে অংশ নেন, লালগালিচায় হাঁটেন। কিন্তু বেশির ভাগ সময়ই এসব তারকারা নেটিজেনদের বিদ্রূপের শিকার হন। টাইমস নাউ অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক সে গল্প।

২০১৯ সালে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় প্রথম পা রাখেন প্রিয়াঙ্কা চোপড়া। উৎসবে চকচকে গাউনে হাজির হয়েছিলেন তিনি। কিন্তু এমন পোশাকে তিনি ভক্তদের নজর কাড়তে ব্যর্থ হন। এ জন্য ভক্তদের কাছ থেকে শুনতে হয়েছিল নানা কথা, ইনস্টাগ্রাম

সোনম কাপুর পোশাকের ব্যাপারে অনেক পরিপাটি। কিন্তু কান চলচ্চিত্র উৎসবে বিশেষ এই গাউনে খুব হাসিখুশি থাকলেও ভক্তদের অনেকের কাছে এ পোশাককে হাস্যকর মনে হয়েছিল। পোশাক নিয়ে তিনি সমালোচনার মুখে পড়েন, ইনস্টাগ্রাম

তবে সবচেয়ে বেশি বিদ্রূপের শিকার হতে হয়েছিল ঐশ্বরিয়া রাই বচ্চনকে। বেগুনি রঙের লিপস্টিকের কারণে সমালোচনা সহ্য করতে হয়েছে ঐশ্বরিয়াকে। আরেকবার মাৎ কন্যার মতো পোশাক পরেও সমালোচনার শিকার হতে হয় তাঁকে,ইনস্টাগ্রাম

তিনি চেয়েছিলেন, ভারী কাজ করা লেহেঙ্গার সঙ্গে মিলিয়ে দোপাট্টায় নজর কাড়বেন। কিন্তু সেটি হয়নি, উল্টো পোশাকের কারণেই নেটিজেনদের তোপের মুখে পড়তে হয় বিদ্যা বালানকে, ইনস্টাগ্রাম

সবুজ গাউনে লালগালিচায় সাংবাদিকদের দৃষ্টি কাড়েন দীপিকা পাড়ুকোন। কিছু দর্শক তাঁর পোশাক পছন্দ করলেও অনেকেই দীপিকার পোশাক নিয়ে বিদ্রূপ করেছিলেন, ইনস্টাগ্রাম

চলতি বছর আনুশকা শর্মা, মানুষি ছিল্লারকে দেখা যাবে কান উৎসবে। ১৬ থেকে ২৭ মে চলবে উৎসব, ছবি: ইন্সটাগ্রাম থেকে