কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটিতে ফেলোশিপ, আবেদনের সুযোগ যাদের

0
70
ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি)

ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি) ও কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি যৌথভাবে ইউজিসি–ম্যাকগিল পিএইচডি ফেলোশিপ প্রোগ্রাম নামের একটি পিএইচডি ফেলোশিপ প্রোগ্রাম ঘোষণা করেছে। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিগুলোর আগ্রহী শিক্ষার্থীদের কাছে থেকে এ প্রোগ্রামের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আবেদনকারীকে অবশ্যই ১৪ আগস্ট ২০২৪ (কানাডার স্ট্যান্ডার্ড সময় ও তারিখ) অনুযায়ী তারিখের মধ্যে আবেদনপ্রক্রিয়া শেষ করতে হবে।

ফেলোরা যেসব সুবিধা পাবেন—

  • জীবনযাত্রার ব্যয়ভার হিসেবে বার্ষিক ১৫,০০০ কানাডিয়ান ডলার।
  • স্বাস্থ্য ও লিডিং ইনস্যুরেন্স হিসেবে ১১০০ কানাডিয়ান ডলার।
  • বার্ষিক গ্যালারি সাপোর্ট হিসেবে ৯৮০০ কানাডিয়ান ডলার।
  • বিমান যাতায়াত হিসেবে ৩০০০ কানাডিয়ান ডলার। এ ছাড়া পূর্ণ টিউশন হিসেবে ফেলোরা বার্ষিক ২০,২১৪ কানাডিয়ান ডলার পাবেন। পিএইচডি শিক্ষার্থীদের জন্য চার বছর পর্যন্ত অর্থায়ন করা হবে।

  • ফেলোশিপের প্রয়োজনীয় বিস্তারিত তথ্য ইউজিসির ওয়েবসাইটে (নোটিশ বোর্ড অথবা স্কলারশিপ/ফেলোশিপ বক্স দ্রষ্টব্য) পাওয়া যাবে, যা প্রার্থীদের নিজ দায়িত্বে সংগ্রহ করে নিতে হবে। এ বিষয়ে ব্যক্তিগতভাবে কোনো ধরনের যোগাযোগ করা যাবে না।

*বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.ugc.gov.bd

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.