কাতারের জালে প্রথমার্ধে দুই গোল দিল ইকুয়েডর

0
231
কাতারের জালে প্রথমার্ধে দুই গোল দিয়েছে দক্ষিণ আমেরিকার দল ইকুয়েডর।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারের জালে প্রথমার্ধে দুই গোল দিয়েছে দক্ষিণ আমেরিকার দল ইকুয়েডর। ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি থেকে গোল দিয়ে দলকে এগিয়ে নেন ইনার ভ্যালেন্সিয়া। ৩১ মিনিটে হেডে লিড ২-০ করেন তিনি।

এর আগে ম্যাচের শুরুতেই কাতারের জালে গোল দিয়েছিল ইকুয়েডর। ম্যাচের ৩ মিনিটে ইনার ভ্যালেন্সিয়ার হেড থেকে দেওয়া গোল ভিএআর চেক করে বাতিল করেন রেফারি।

বক্সের বাইরে থেকে ফ্রি কিক নেয় ইকুয়েডর। বক্সে হেড দিয়ে গোলে সহায়তা দেওয়ার আগে অল্প পা বাইরে চলে যাওয়া। অটোমেটেড প্রযুক্তিতে অফ সাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়ে যায়।

বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে স্বাগতিক দেশ মাত্র একবার গ্রুপ পর্বে বিদায় নিয়েছে। কাতারের ওই লজ্জা থেকে বাঁচার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছে।

কাতারের স্প্যানিশ কোচ সানচেজ বাস এই ম্যাচের জন্য ৩-৪-৩ ফরমেশনে সাজিয়েছেন। চার মিডফিল্ডার নিয়ে পজিশং প্লেয়িং খেলার চেষ্টা করবে তার দল। ইকুয়েডর দল সাজিয়েছে ৪-৪-২ ফরমেশনে। অর্থাৎ রক্ষণই তাদের শেষ কথা।

ছবি: গোল

কাতারের একাদশ: শাদ আল সাঈব, আব্দেলকরিম হাসান, বৌলেম খৌকি, আল রাওই, হোম্যান আহমেদ, আব্দুলআজিজ হাতেম, করিম বৌদিয়াফ, আকরাম আফিফ, আলমঈজ আলী, হাসান আল হেইদৌস।

ইকুয়েডরের একাদশ: গালিন্দেজ, এস্তুপিনান, হিনক্যাপি, তোরেস, অ্যাঞ্জেল প্রিকাইদো, ইবারা, কেইসেদো, মেন্ডেস, প্লাটা, এস্ত্রেদা, ভ্যালেন্সিয়া।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.