‘কাঁটা লাগা’র পর যেভাবে শেফালির মৃত্যুর গুজব ছড়িয়েছিল

0
12
চলতি শতকের শুরুর দিকে ‘কাঁটা লাগা’ গান দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন শেফালি জারিওয়ালা

গত ২৭ জুন মারা গেছেন ভারতীয় শিল্পী শেফালি জারিওয়ালা। চলতি শতকের শুরুর দিকে ‘কাঁটা লাগা’ গান দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন তিনি। তবে জানেন কি, গানটি ব্যাপক হিট হওয়ার পরেই তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল।

‘কাঁটা লাগা’ দিয়ে তুমুল খ্যাতি পাওয়ার পর শেফালিকে নিয়ে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। পরস ছাবড়ার ইউটিউব পডকাস্টে এ প্রসঙ্গে শেফালি বলেছিলেন, ‘“কাঁটা লাগা”র সময় ব্যাপকভাবে ট্রলিংয়ের শিকার হয়েছিলাম। তখন তো সামাজিক যোগাযোগমাধ্যমও ছিল না। সেটা ছিল সত্যিকারের ট্রলিং। খুবই ব্যক্তিগতভাবে আঘাত হানত। আমি এখন চামড়া মোটা করে ফেলেছি, কিন্তু তখন কীভাবে সহ্য করতাম?’

শেফালি জারিওয়ালা। শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
শেফালি জারিওয়ালা। শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

শেফালি আরও বলেন, ‘যখন “কাঁটা লাগা” করলাম, অনেকের চোখে গানটা তখনকার সময়ের থেকে অনেক বেশি সাহসী মনে হয়েছিল। আমার নিজের আত্মীয়রাও বলেছিল, “এ কী করল মেয়েটা! সম্মানটাই মাটি করে দিল।” কেউ কেউ তো বলত, “শেফালির ভাই নাকি তাকে মেরে ফেলেছে।” অথচ আমার কোনো ভাই-ই নেই!’

শেফালির ভাষায়, ‘সে সময় মানুষ বলত, “ও ট্যাটু করিয়েছে, ওর ক্যানসার হয়েছে, তারপর সে মারা গেছে।” তখন এটা জাতীয় খবর হয়ে গিয়েছিল। টিভি চ্যানেলগুলো আমাকে ফোন করত। তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু অনেক ভক্ত-অনুসারী ছিল। ফোন আর ল্যান্ডলাইন থামত না। ফোন রিসিভ করলেও শুনতে পেতাম, “শেফালি জারিওয়ালা মারা গেছে!” শুনে আমার হাসি চেপে রাখা দায় হয়ে গিয়েছিল। তখন গানটিতে শুধু রং করা ছিল, কোনো ট্যাটু ছিল না। পরে অবশ্য গুজব শুনেই সত্যিকারের ট্যাটু করিয়েছিলাম!’

তথ্যসূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.