কলকাতা থেকে চেন্নাইগামী ট্রেন দুর্ঘটনায় নিহত ৫০, আহত ৩০০

0
191
দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে অংশ নেয় ভারতের বিভিন্ন সরকারি সংস্থা। স্থানীয় ব্যক্তিরাও এ কাজে অংশ নেন। বালাসোর , ওডিশা ২ জুন, ছবি: এএনআই

ভারতের কলকাতা থেকে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস ট্রেন ভয়াবহ দুর্ঘটনায় পড়েছে। এতে এখন পর্যন্ত ৩০ জন নিহতের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে এনডিটিভি। তবে রয়টার্স জানিয়েছে, নিহতের সংখ্যা ৫০। আহত হয়েছেন অন্তত ৩০০ যাত্রী।

শুক্রবার সন্ধ্যায় কলকাতা থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণে ওডিশার বালাসোরে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ভেতরে এখনো অনেকে আটকা পড়ে আছেন। হতাহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতের রেল মন্ত্রণালয়ের মুখপাত্র অমিতাভ শর্মা বলেন, চেন্নাইগামী করমন্ডল ট্রেনটির কয়েকটি বগি বালাসোর এলাকায় লাইনচ্যুত হয়ে পাশের লাইনে পড়ে যায়। এ সময় পাশের এই লাইন দিয়ে বেঙ্গালুরু থেকে আসছিল কলকাতাগামী একটি ট্রেন। ট্রেনটি এসে করমন্ডলের পড়ে যাওয়া বগিগুলোতে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় করমন্ডলের ৩০টি বগি আর অপর ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়।

ওডিশার ফায়ার সার্ভিসের প্রধান সুধাংশু সারাঙ্গীর তত্ত্বাবধানে উদ্ধার অভিযান চলছে। এরই মধ্যে ৬০টি অ্যাম্বুলেন্স কাজ শুরু করেছে। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া পার্শ্ববর্তী মেডিকেল কলেজ ও  হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

আহত ব্যক্তিদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। বালাসোর , ওডিশা  ২ জুন
আহত ব্যক্তিদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। বালাসোর , ওডিশা  ২ জুনছবি: এএনআই

দুর্ঘটনার খবরে দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইট করে বলেন, ‘ওডিশায় ট্রেন দুর্ঘটনায় আমি মর্মাহত। এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহত ব্যক্তিরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। পরিস্থিতি নিয়ে রেলমন্ত্রী অশ্বিন বৈষ্ণবের সঙ্গেও কথা বলেছি।’

লাইনচ্যুত বগি থেকে যাত্রীদের উদ্ধারে কাজ করছে ভারতের ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্স (এনডিআরএফ)। ধ্বংসস্তূপের মধ্য থেকে যাত্রীদের বের করে আনতে তাদের সাহায্য করছেন এনডিআরএফের স্থানীয় প্রতিনিধিরা।

পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার পরে এক টুইট বার্তায় তিনি বলেন, রাজ্যের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ঘটনা পর্যবেক্ষণ করছেন।

এদিকে ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পতনায়েক দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.