কমেছে কাঁচা মরিচের দাম, মুরগিতে বেড়েছে ১০-২০ টাকা

0
11
কাঁচা মরিচ, মুরগি

রাজধানীর বাজারে বেশিরভাগ শাকসবজির দাম বেড়েছে। তবে সরবরাহ বাড়ায় কাঁচা মরিচে কিছুটা স্বস্তি মিললেও মুরগির দাম কেজিতে বেড়েছে।

শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর শ্যাওড়াপাড়া, কাপ্তান বাজার ও কারওয়ানবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিক্রেতারা জানান, টানা বৃষ্টি হচ্ছে, এ কারণে সরবরাহ কম। ফলে সবজির দামও কিছুটা বেশি।

কাপ্তান বাজাররের সবজি বিক্রেতা মিশু বলেন, বাজারে বেশিরভাগ শাকসবজির দাম বেড়েছে। আজ শসার দাম সবচেয়ে বেশি। প্রায় ১০০ টাকা।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ১০০ টাকায়। যা আগের সপ্তাহে ছিল ৫০-৬০ টাকা। এ ছাড়া পটোল ৪০ টাকা, ঢ্যাঁড়শ ৪০ টাকা, করলা ৫০ টাকা, বরবটি ৭০-৮০ টাকা, কচুর লতি ৭০ টাকা, লাউ ৫০ টাকা, পেঁপে ২৫-৩০ টাকা, কচুরমুখী ৫০ টাকা, ঝিঙে ৪০ টাকা, বেগুন ৮০ টাকা, কাকরোল ৪০ টাকা, গাজর ১২০ টাকা, ধনেপাতা ১০০ টাকা এবং টমেটো বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। বর্তমানে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৩৫০ টাকার ওপরে।

এদিকে বাজারে মুরগির দাম বেড়েছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৫০-১৬০ টাকা। আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকায়, খাসির মাংস ১ হাজার ২০০ টাকায়।

চালের বাজারেও নতুন করে দাম বাড়েনি। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। মিনিকেট চালের কেজি ৮২-৮৫ টাকা, নাজিরশাইল ৮৫-৯২ টাকা এবং মোটা চাল ৫৬-৬২ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারে ইলিশের দাম চড়া। মাছ বিক্রেতা শহিদুল ইসলাম বলেন, ১ কেজি ওজনের ইলিশ বিক্রি করছি ২২০০ টাকায়। এ ছাড়া ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ ১৬০০-১৮০০ টাকা, ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশ ১৪০০-১৫০০ টাকা, আর দেড় কেজির ইলিশ বিক্রি হচ্ছে ২৮০০ টাকা। চাষের রুই কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩৮০-৪৫০ টাকায়, তেলাপিয়া ১৮০-২২০, পাঙাশ ১৮০-২৩৫, কৈ ২৮০-৩০০ এবং পাবদা ও শিং ৪০০-৫০০ টাকায়।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.