আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সহোদর শাহাদাত হোসেনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ডিবি সূত্রে জানা গেছে, এক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে ওবায়দুল কাদেরের সহোদর শাহাদাত ছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও আটজন নেতাকর্মী রয়েছেন।
তবে তাদের কী কারণে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।