ঐশ্বরিয়ার এক হাতে প্লাস্টার, অন্য হাতে মেয়ে

0
94
হাতে প্লাস্টার নিয়েই লালগালিচায় ঐশ্বরিয়া। রয়টার্স

৭৭তম কান চলচ্চিত্র উৎসবটা সব সময়ের মতোই সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়ার কাছে বিশেষ কিছু। ১৪ মে থেকে শুরু হয়েছে বৈশ্বিক চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ এই আসর। প্রতিবারের মতো এবারও লালগালিচায় এক ঐশ্বরিক সৌন্দর্য নিয়ে হাজির বলিউডের ‘পার্বতী’।

বৃহস্পতিবার ‘গডফাদার’ খ্যাত নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলার নতুন ছবি ‘মেগালোপোলিস’-এর প্রিমিয়ারে দেখা গেছে তাঁকে। সোনালি ফুল এবং সাদা-কালোর গাউনে দ্যুতি ছড়িয়েছেন এই সুন্দরী। পোশাকের নকশা করেছেন ফাল্গুনী শেন। এবারও বয়সের ছাপ আটকাতে পারেনি রূপের রানিকে। বরং অন্য এক ঐশ্বরিয়াকে দেখেছেন ভক্ত-অনুরাগীরা।

যদিও উৎসবে যাওয়ার দিনই ভক্তদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিলেন অভিনেত্রী। বিমানবন্দরে তোলা ভিডিওতে দেখা গেছে, নায়িকার হাতে প্লাস্টার। কোনোভাবে ডান হাতে ব্যথা পেয়েছেন অভিনেত্রী।

কানে ঐশ্বরিয়া। রয়টার্স

এতে মুষড়ে পড়েন ভক্তরা। তবে কি লালগালিচায় ঠিকভাবে দ্যুতি ছড়াতে পারবেন না নায়িকা? এমন প্রশ্নও তোলেন কেউ কেউ। কিন্তু সব শঙ্কাকে উড়িয়ে দিয়ে তাঁর স্বাভাবিক রূপেই হাজির হয়েছেন ঐশ্বরিয়া।

তাঁর রূপের কাছে হার মেনেছে হাতের প্লাস্টার। তবে অনুষ্ঠানে প্রবেশের সময় মায়ের হাত শক্ত করে ধরে রেখেছে মেয়ে আরাধ্য। শুধু তা-ই নয়, মায়ের সঙ্গে রং মিলিয়ে পোশাকও পরেছে বচ্চন পরিবারের মেয়ে। তবে ঐশ্বরিয়ার সঙ্গে দেখা যায়নি স্বামী অভিষেক বচ্চনকে।

লালগালিচায় হেঁটে প্রশংসা যেমন পাচ্ছেন, তেমনি পোশাক নিয়ে সমালোচনাও সইতে হচ্ছে বচ্চন পরিবারের বধূকে। তবে এসব কখনোই মাথায় নেননি নায়িকা। তাই তো প্রতিবারই নিজের পছন্দসই লুকেই কান উৎসবে জাদু ছড়িয়ে আসছেন অভিনেত্রী।
২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে যোগ দেন ঐশ্বরিয়া। সে বছর ভারী সোনার গয়না ও শাড়িতে প্রথম লালগালিচায় হাঁটেন অভিনেত্রী।

কানে ঐশ্বরিয়া। রয়টার্স

সে বছরই ‘দেবদাস’ সিনেমা নিয়ে কানে গিয়েছিলেন ঐশ্বরিয়া। সঙ্গে ছিলেন অভিনেতা শাহরুখ খান ও পরিচালক সঞ্জয় লীলা বানসালি। এরপর প্রায় প্রতিবছরই সেখানে যান তিনি। ল’রিয়াল প্যারিসের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে লালগালিচায় দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন অভিনেত্রী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.