ঐতিহ্যবাহী রথযাত্রা শুরু

0
32

আনন্দমুখর পরিবেশে গতকাল রোববার রাজধানী ঢাকাসহ সারাদেশে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু হয়েছে। উৎসবের অংশ হিসেবে এ দিন দেশজুড়ে রথের শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রার্থনা, পদাবলী কীর্তন, ভাগবতকথা, ধর্মীয় সংগীত ও নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈদিক নৃত্য, মেলা, কুইজ প্রতিযোগিতা ও প্রসাদ বিতরণের কর্মসূচি নেওয়া হয়।

প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা শুরু হয়। এর ৯ দিনের মাথায় হয় উল্টো রথযাত্রা। এবারের উল্টো রথযাত্রা আগামী ১৫ জুলাই হবে।

জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন), ঢাকা ৯ দিনব্যাপী মহোৎসবের আয়োজন করেছে। ইসকনের রাজধানীর স্বামীবাগ আশ্রম মন্দির প্রাঙ্গণে গতকাল সকাল ৮টায় বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে এ আয়োজন শুরু হয়। দুপুরে আলোচনা সভা ও উৎসব উদ্বোধন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আবহমানকাল থেকেই বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে একসঙ্গে চলছি। আমরা জঙ্গি ও সন্ত্রাস দমনের পাশাপাশি সাম্প্রদায়িক শক্তিকে কঠোরভাবে দমন করতে পেরেছি।

অনুষ্ঠানে রথযাত্রা উদ্বোধন করেন ঢাকায় ভারতীয় উপহাইকমিশনার পবন কুমার তুলসী দাস বাদে। ইসকন বাংলাদেশের সভাপতি শুদ্ধ সত্য গোবিন্দ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ভারতের বৃন্দাবন আশ্রমের ভক্তিকেবল গোপেন্দ্র কৃষ্ণ স্বামী মহারাজ, ঢাকা-৬ আসনের এমপি মোহাম্মদ সাঈদ খোকন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী প্রমুখ।

উদ্বোধন শেষে বিকেলে ইসকন মন্দির প্রাঙ্গণ থেকে জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা মহারানীর শ্রী বিগ্রহ নিয়ে বর্ণাঢ্য রথ শোভাযাত্রা বের হয়। হাজার হাজার ভক্ত কীর্তনের সঙ্গে নেচে-গেয়ে শোভাযাত্রায় শামিল হন। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে গিয়ে রথযাত্রা শেষ হয়।

এ ছাড়া পুরান ঢাকার তাঁতীবাজারের জগন্নাথ জিউ ঠাকুর মন্দির, জয়কালী রোডের রামসীতা মন্দির এবং শাঁখারীবাজার একনাম কমিটিসহ রাজধানীর অন্যান্য মন্দির ও দেশের বিভিন্ন মন্দিরেও রথটান অনুষ্ঠিত হয়েছে।

ধামরাই (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার ধামরাইয়ে ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রা উৎসব ও মাসব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন দেশের সর্ববৃহৎ এ রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন।

ধামরাই যশোমাধব মন্দির ও রথ পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় এমপি বেনজীর আহমদ, ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ।

উদ্বোধন শেষে ভক্তরা যশোমাধবের বিগ্রহসহ ৪২ ফুট উচ্চতার তিনতলা বিশিষ্ট রথটি পাটের রশি ধরে টেনে যশোমাধবের কথিত শ্বশুরালয় যাত্রাবাড়ী মন্দিরে নিয়ে যান।

চট্টগ্রাম ব্যুরো জানায়, বিকেলে চট্টগ্রাম মহানগরীর নন্দনকানন তুলসীধামে দুইশ বছরের প্রাচীন কেন্দ্রীয় রথযাত্রা উৎসব শুরু হয়। তুলসীধামের মোহন্ত দেবদীপ মিত্র চৌধুরী (পুরী) মহারাজের পৌরহিত্যে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। রথযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.