এসএসসিতে অংশ নিচ্ছে রাজশাহী বোর্ডের ২ লাখ ৫৮০২ পরীক্ষার্থী

0
190
রোববার সকালে সরকারি প্রমথনাথ (পিএন) বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা।

সারাদেশের মতো রাজশাহী শিক্ষা বোর্ডেও শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। চলতি বছর এই বোর্ড থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে ২ লাখ ৫ হাজার ৮০২ জন পরীক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৯৬ হাজার ৬০০ জন। চলতি বছরে রাজশাহী শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী বেড়েছে ৯ হাজার ২০২ জন।

রোববার সকালে সরকারি প্রমথনাথ (পিএন) বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা। ছবি: শরিফুল ইসলাম তোতা

রাজশাহী শিক্ষা বোর্ডে জানায়, মোট পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৬ হাজার ২২৩ জন ছাত্র এবং ৯৯ হাজার ৫৭৯ জন ছাত্রী। এ বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৯১ হাজার ৫৫৭ জন। মানবিক বিভাগ থেকে এক লাখ সাত হাজার ৮৩৫ জন এবং বাণিজ্য বিভাগ থেকে ছয় হাজার ৪১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

রোববার সকালে সরকারি প্রমথনাথ (পিএন) বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা। ছবি: শরিফুল ইসলাম তোতা

এই শিক্ষা বোর্ডের অধীনে রাজশাহী বিভাগের আট জেলার ২ হাজার ৬৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা ২৬৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে রাজশাহী জেলার ৫৩টি কেন্দ্রে ৫০৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩২ হাজার ২৬৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.