এশিয়া কাপ রাইজিং স্টারস ফাইনালও সুপার ওভারে: পারল না বাংলাদেশ ‘এ’, পাকিস্তান শাহিনস চ্যাম্পিয়ন

0
6
বাংলাদেশ এ

পারল না বাংলাদেশ ‘এ’, পাকিস্তান শাহিনস চ্যাম্পিয়ন

রিপন মণ্ডলের করা সুপার ওভারের প্রথম দুই বলে ১ রান করে নেন পাকিস্তানের দুই ব্যাটসম্যান। তৃতীয় বলে চার মারেন সাদ মাসুদ। চতুর্থ বলে ১ রান নিয়ে চাম্পিয়ন হয়ে যায় পাকিস্তান শাহিনস।

তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো পাকিস্তান শাহিনস।

সুপার ওভারে বাংলাদেশের ৬ রান

সুপার ওভারে ৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম বলে হাবিবুর রহমান ১ রান নেন। দ্বিতীয় বলে আবদুল গাফফার ফিরতি ক্যাচ দেন পাকিস্তানি পেসার আহমেদ দানিয়ালকে। পরের বলে ওয়াইড থেকে আসে ৫ রান। বৈধ তৃতীয় বলে জিশান আলমকে বোল্ড করে দেন দানিয়াল।

১২৬ রানের লক্ষ্য। ৯৬ রানে ৯ উইকেট হারিয়ে ফেলল বাংলাদেশ ‘এ’ দল। কাতারের দোহায় এরপর অবিশ্বাস্যকিছুই করলেন রিপন মণ্ডল। পাকিস্তান শাহিনসের ইনিংসে বল হাতে ৩ উইকেট নেওয়া পেসার ব্যাট হাতেও খেললেন ১১ রানের ইনিংস। আরেক পেসার আবদুল গাফফারও (১৬*) সাহায্যের হাত বাড়ালেন। ১৯তম ওভারে ২০ রান তুললেও অবশ্য শেষ ওভারে ৭ রানের সমীকরণ মেলাতে পারেননি তাঁরা। তবে শেষ বলে ১ রান নিয়ে ম্যাচটা টাই করে সুপার ওভারে নিয়ে গেছেন ফাইনালটাকে।

সেমিফাইনালেও সুপার ওভারে ভারতকে হারিয়েই ফাইনালে উঠেছিল আকবর আলীর দল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.