এবার আল্লু অর্জুনের বাড়িতে হামলা

0
7
আল্লু অর্জুনের বাড়িতে হামলা
‘পুষ্পা-২’ সিনেমার প্রিমিয়ারে নারী অনুরাগীর পদপিষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনায় এবার দক্ষিণী তারকা আল্লু অর্জুনের বাড়িতে হামলা করেছে বিক্ষোভকারীরা।
 
রোববার (২২ ডিসেম্বর) ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে আল্লু অর্জুনের জুবিলি হিলসের বাড়ির সামনে বিক্ষোভের পর পাথর নিক্ষেপ করে হামলা চালায় তারা। খবর টাইমস অব ইন্ডিয়ার।
 
এরই মধ্যে আল্লুর বাড়িতে হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, একদল মানুষ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করছে। কেউ বা আবার বাড়ির দেওয়ালের ওপর উঠে বাড়ির ভিতরে ঢিল ছুঁড়ছেন।
 
এদিন পুষ্পা-২’র প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে নারী অনুরাগীর মৃত্যুর ঘটনা তেলেঙ্গানার বিধানসভাও উত্তপ্ত হয়েছে। নাম না নিয়ে সুপারস্টার আল্লু অর্জুনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমীন দলের সংসদ সদস্য আকবর উদ্দিন ওয়াইসি। সংসদ সদস্য আকবরের এ ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়।
 
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি ওই বিখ্যাত ফিল্মস্টারের নাম নিতে চাই না। কিন্তু আমার খবর অনুযায়ী, যখন সেই ফিল্মস্টারকে জানানো হয় প্রেক্ষাগৃহের বাইরে পদপিষ্টের ঘটনা ঘটেছে। দুটি শিশু পড়ে গিয়েছে, এক নারী মৃত্যু হয়েছে, তখন ওই ফিল্মস্টার হেসে বলেছিলেন, এবার তাহলে সিনেমা হিট হয়ে যাবে। এত কিছুর পরও তিনি পুরো সিনেমা দেখেন ও যেতে যেতে ভিড়ের দিকে হাত নেড়ে অভিবাদন জানান। এরপর আবার তিনি বার্তা দিচ্ছেন যে সরকার জুলুম করছে তিনি তো গিয়ে আহতদের খোঁজ নেওয়ার প্রয়োজনও বোধ করেননি।’
 
আকবরের মন্তব্যের ২৪ ঘণ্টা পার হতে না হতেই এবার আল্লু অর্জুনের বাড়ির সামনে পাথর ছুঁড়ে হামলা করা হলো।
 
সম্প্রতি সিনেমার প্রিমিয়ারে এক নারী অনুরাগী পদপিষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনায় আল্লু অর্জুনের নামে মামলা হয়েছে। তাকে এক রাত জেলেও থাকতে হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.