চলতি এপ্রিল বা আগামী মে মাসের প্রথম দিকে সুদান থেকে বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার আশা করছেন খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তারেক আহমেদ। আজ বুধবার তিনি ইউএনবিকে এ কথা বলেন।
সুদানে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে দুই বাহিনীর লড়াইয়ের মধ্যে দেশটিতে বাংলাদেশের হাজার দেড়েক নাগরিক আটকা পড়েছেন। লড়াইয়ের শুরুতে ১৫ এপ্রিল তারেক আহমেদের বাসায় আঘাত হানে মেশিনগানের গুলি। সবশেষ ২২ এপ্রিল বাংলাদেশ দূতাবাসের জানালা ও দেয়াল ভেদ করে মেশিনগানের গুলি ঢুকে পড়ে। গতকাল মঙ্গলবার প্রথম আলো অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
তারেক আহমেদ ইউএনবিকে বলেন, যে এলাকায় বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ হাউস অবস্থিত, সেখানে নিরাপত্তা, সুরক্ষা পরিস্থিতি এখনো অস্থিতিশীল।
সুদানে বাংলাদেশের দূতের বাসা ও দূতাবাসে মেশিনগানের গুলি
তারেক আহমেদ বলেন, ‘আমাদের কর্মীরা এখন পর্যন্ত দূতাবাস প্রাঙ্গণে প্রবেশ করতে পারেনি।’ চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, তাঁরা সুদানে থাকা প্রবাসী বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছেন।
তারেক আহমেদ বলেন, ‘যদিও কিছুই চূড়ান্ত নয়, আমরা আশা করছি, এই মাসের মধ্যে বা আগামী মাসের প্রথম দিকে সম্পন্ন (সরিয়ে নেওয়া) হবে।’
সরিয়ে নেওয়ার লক্ষ্যে প্রবাসী বাংলাদেশিদের তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান চার্জ দ্য অ্যাফেয়ার্স।
ইউএনবির এক প্রশ্নের জবাবে তারেক আহমেদ বলেন, পশ্চিমা দেশগুলো তাদের দূতাবাস সরিয়ে নিলেও ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের দূতাবাস এখনো চালু রয়েছে।
সুদান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রাজধানী খার্তুমের পরিস্থিতি অপ্রত্যাশিত রয়ে গেছে বলে উল্লেখ করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স। তবে তাঁরা কয়েকটি অঞ্চলের পরিস্থিতির কিছুটা উন্নতির কিছু তথ্য পাচ্ছেন বলে জানান।
তারেক আহমেদ বলেন, তাঁরা, সব কর্মকর্তা ও তাঁদের পরিবার রাজধানীর বাইরে একটি নিরাপদ স্থানে আছেন।