এনসিটিবি’র সামনে সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি তিন শতাধিক

0
6
‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ ওপর হামলা
রাজধানীর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ ওপর হামলার ঘটনায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা প্রায় ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
 
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে মতিঝিল থানায় পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা মহানগরের সভাপতি জগদীশ চাকমা বাদী হয়ে মামলাটি করেন।
 
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৫ জানুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শান্তিপূর্ণভাবে একটি মিছিল মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে যায়। সেখানে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আগে থেকেই ওত পেতে থাকা ও পূর্বপরিকল্পিতভাবে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’র নামে একটি সংগঠনের ব্যানারে মৌলবাদী গোষ্ঠী আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ১৫ জন গুরুতর আহত হয়েছেন।
 
এর আগে গত বুধবার ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ ব্যানারে একটি দল এনসিটিবি কার্যালয় ঘেরাও করতে যায়। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ ব্যানারের একটি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে নারীসহ বেশ কয়েকজন আহত হন। গত বৃহস্পতিবার এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আব্বাস ও আরিফ আল কবির নামের দুজনকে আটক করে পুলিশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.