গতকাল মুম্বাইয়ে হয়ে গেল জিও ওয়ার্ল্ড প্লাজার উদ্বোধন। এই অভিজাত বিপণিবিতানের উদ্বোধনে যেন হাজির হয়েছিল পুরো বলিউড! দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, আলিয়া ভাট, করণ জোহর থেকে শুরু করে রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর—কে নেই। এএফপি, হিন্দুস্তান টাইমস অবলম্বনে ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক তারকাদের উপস্থিতি।

গ্ল্যামারাস উপস্থিতি দিয়ে অনুষ্ঠানে নজর কাড়েন জাহ্নবী কাপুরএএফপি

লাল পোশাকে সজ্জিত হয়ে এসেছিলেন নোরা ফাতেহি, এএফপি

এসব অনুষ্ঠানে করণ জোহর থাকবেন না তাই কী হয়, এএফপি

এই সময়ের আলোচিত তারকা জুটি বিজয় ভার্মা ও তামান্না ভাটিয়াও এসেছিলেন, এএফপি

মেয়ে আথিয়া শেঠিকে সঙ্গে নিয়ে এসেছিলেন সুনীল শেঠি, এএফপি

জন আব্রাহাম ছিলেন ক্যাজুয়াল লুকেএএফপি

আলোচিত দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানা ক্যামেরাবন্দী হন হাস্যোজ্জ্বলভাবেএএফপি

সোনালি পোশাকে নজর কেড়েছেন সারা আলী খানএএফপি

এই সময়ের আরেক আলোচিত তারকা শেহনাজ গিল, এএফপি

মাতৃত্বকালীন বিরতির পর ধীরে ধীরে বিভিন্ন অনুষ্ঠানে পাওয়া যাচ্ছে সোনম কাপুরকে, এএফপি

আপাদমস্তক কালো পোশাকে হাজির রণবীর সিং, এএফপি

বাঙালি অভিনেত্রী মৌনি রায়, এএফপি

অনেক দিন পর ক্যাটরিনা কাইফকে পাওয়া গেল কোনো আয়োজনেএএফপি

ছিলেন আরেক জনপ্রিয় তারকা পূজা হেগড়েও, এএফপি

কালো পোশাকে ছিলেন আলিয়া ভাট, এএফপি

দক্ষিণি অভিনেত্রী শ্রুতি হাসানও ছিলেন অনুষ্ঠানে, এএফপি

‘কফি উইথ করণ’-এ রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিভিন্ন কথাবার্তা নিয়ে যতই আলোচনা হোক, অফ শোল্ডার পোশাকে অনুষ্ঠানে ছিল দীপিকার হাস্যোজ্জ্বল উপস্থিতিএএফপি