এখনও ভয়াবহ দাবানলের আগুনে পুড়ছে গ্রিসের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ক্রিট দ্বীপ। আগুন ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার (৩ জুলাই) শেষ খবর পাওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে ৫ হাজারের বেশি পর্যটক ও বাসিন্দাকে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে শতাধিক দমকলকর্মী, হেলিকপ্টার, গাড়ি ও ড্রোন। প্রবল বাতাস, তীব্র গরম ও শুকনো আবহাওয়ার কারণে অবনতি হচ্ছে পরিস্থিতির।
এদিকে গতকাল বৃহস্পতিবার রাজধানী এথেন্সের কাছেই রাফিনায় শুরু হয় আরেকটি দাবানল। এতে ঘন ধোঁয়ার ফলে বাধাগ্রস্ত হয় এথেন্স বিমানবন্দরের কার্যক্রম।
অন্যদিকে এক সপ্তাহ ধরে দাবানলে পুড়ছে তুরস্কের বিভিন্ন এলাকা। পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশের ওডেমিস ও চেশমে এলাকায় প্রাণ হারিয়েছেন দু’জন। পুড়ে গেছে প্রায় ২০০টি বাড়ি। অনেক স্থানেই নিয়ন্ত্রণে এসেছে আগুন।