একযোগে সাড়ে ৫ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার

0
7
চিকিৎসক

সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে ৫ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে, যারা রাজধানীসহ সারাদেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করবেন।

মঙ্গলবার (৪ মার্চ) উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, ইতিপূর্বে তিন হাজার ৪৯৩ জন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। এখন সেটির সঙ্গে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। গ্রাম-গঞ্জে মানুষ চিকিৎসা পায় না। তাদের জন্য পর্যাপ্ত চিকিৎসক নিশ্চিত করতে অতিরিক্ত চিকিৎসক নিয়োগের মূল উদ্দেশ্য।

দেশে মব জাস্টিসের সুযোগ নেই মন্তব্য করে উপদেষ্টা বলেন, মোহাম্মদপুরের ঘটনা নিয়ে আমরা কথা বলেছি, উভয়পক্ষ পুলিশের সামনে দোষ স্বীকার করেছে।

গ্যাস আমদানি প্রসঙ্গে বলেন, সৌদি থেকে সরকার কম মূল্যে এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এতে গ্যাস সংকট কমে আসবে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, ডেপুটি প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.