একদিনে ব্যাংক থেকে সর্বোচ্চ ৩ লাখ টাকা তোলা যাবে

0
40
বাংলাদেশ ব্যাংক

রোববার (১৮ আগস্ট) থেকে এক একাউন্টের মাধ্যমে ব্যাংক থেকে তিন লাখ টাকার বেশি নগদ উত্তোলন করা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে যেকোনও পরিমাণ টাকা অন্য একাউন্টে স্থানান্তর, চেকের মাধ্যমে স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।

শনিবার (১৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে সকল সরকারি ও বেসরকারি ব্যাংকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে, গত সপ্তাহে একজন গ্রাহক সর্বোচ্চ ২ লাখ টাকা তুলতে পেরেছেন। ওই সপ্তাহে বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংককে এই নির্দেশনা দেন। এর আগের সপ্তাহের বৃহস্পতিবার একজন গ্রাহক সর্বোচ্চ ১ লাখ টাকা তুলতে পারেন। সেই হিসেবে প্রতি সপ্তাহেই টাকা তোলার সীমা বাড়ছে।

প্রসঙ্গত, শেখ হাসিনার সরকারের পতনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে আওয়ামীপন্থী রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবারগুলো থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায়। এসব অর্থ কোনওভাবেই যাতে সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করতে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.