একজন শিক্ষার্থীর পেছনে দুজন অভিভাবক যেন না আসেন: ঢাবি উপাচার্য

0
106
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ভর্তি পরীক্ষার দিনে ক্যাম্পাসে চলাচল নির্বিঘ্ন রাখতে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের না আসার অনুরোধ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষায় কলা ভবন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে তিনি এ সব কথা বলেন।

উপাচার্য বলেন, ‘অভিভাবকদের মনে রাখতে হবে, শিক্ষার্থীরা যেন নিজেদের মত করে চলতে পারে। তাদের সক্ষম হয়ে গড়ে উঠতে হবে। একজন শিক্ষার্থীর পেছনে দুইজন অভিভাবক যেন না আসে। কারণ আমাদের শিক্ষার্থীরা মেধাবী, তারা এরই মধ্যে ভালো ফলাফলের মধ্যে দিয়ে সফলতার স্বাক্ষর রেখেছে। তাদের সহযোগিতার জন্য আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা আছেন। বিভিন্ন ধরনের সংগঠন তাদের সহযোগিতায় তৎপর আছে। সব ব্যবস্থাপনাই রাখা হয়েছে। তারা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিয়ে নিরাপদে বাড়িতে ফিরতে পারে। সেই প্রত্যাশা থাকবে।’

প্রশ্নফাঁসের বিষয়ে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘অসাধু চক্র জালিয়াতিতে তৎপর ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমরা সে বিষয়ে ব্যবস্থা নিয়েছি। ফলে তারা হয়ত সাহস পাচ্ছে না। তবুও আমাদের সর্বোচ্চ সজাগ থাকতে হবে। আমাদের ব্যবস্থাপনার মধ্যেও উন্নয়ন ঘটানো হয়েছে। যে কোনো ধরনের অসাধু চক্র আর সুযোগ পাবে না।’

বিজ্ঞানসম্মতভাবে আসন সংখ্যা কমানো হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের আবাসন সংকট প্রকট। আমাদের সীমাবদ্ধতা আছে। সামনের দিনগুলোতে আবাসন সুবিধা বাড়ানোর বিষয়ে আমাদের পরিকল্পনা আছে। ফলে চাপ কিছু কম অনুভূত হবে সামনে। বিশ্ববিদ্যালয়ের সামর্থ্য, জাতীয় চাহিদা, আন্তর্জাতিক মান বিবেচনায় আসনসংখ্যা বিজ্ঞানসম্মতভাবে কমানো হয়েছে।’

এই ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে সকাল ১১টায় শুরু হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলে। পরীক্ষায় দুই হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে এক লাখ ২২ হাজার ৮৮২টি। সেই হিসাবে প্রতি আসনে লড়ছেন প্রায় ৪২ জন শিক্ষার্থী।’

ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং মাধ্যমিক বা সমমান ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলের ওপর থাকবে ২০ নম্বর।

গত ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। আগামী ১২ মে বিজ্ঞান ও ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.