এইচএসসির ফল প্রকাশের পর শিক্ষার্থীদের উল্লাস

0
209
ফলাফল প্রকাশের পর উল্লাসে মেতে ওঠে দিনাজপুর হলিল্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ছবি- ফোকাস বাংলা

২০২২ সালে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এ ছাড়া ছাত্রদের পাসের হার ৮৪ দশমিক ৫৩ শতাংশ এবং ছাত্রীদের ৮৭ দশমিক ৪৮ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন সবমিলিয়ে ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন শিক্ষার্থী।

সাধারণ শিক্ষা বোর্ডভিত্তিক ফলাফলে ঢাকায় পাসের হার ৮৭ দশমিক ৮৩ শতাংশ। ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬২ হাজার ৪২১ শিক্ষার্থী।

নটরডেম কলেজের শিক্ষার্থীদের উল্লাস।

সিলেটে পাসের হার ৮১ দশমিক ৪০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৫৪ হাজার ৮৭১ শিক্ষার্থী।

সিলেট কমার্স কলেজের কৃতী শিক্ষার্থীদের একাংশ।

এবারের ফলাফলে রাজশাহী বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৬০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২১ হাজার ৮৫৫ শিক্ষার্থী।

রাজশাহী সরকারি মহিলা কলেজের উত্তীর্ণ শিক্ষার্থীদের সঙ্গে উৎফুল্ল শিক্ষকরা। 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৮০ দশমিক ৫০ শতাংশ এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৬৭০ জন।

জিপিএ-৫ পাওয়ার পর চট্টগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের উল্লাস। 

কুমিল্লায় পাসের হার ৯০ দশমিক ৭২ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৯৯১ জন শিক্ষার্থী।

কুমিল্লার ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের একাংশ।

বরিশাল বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৯৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৩৮৬ শিক্ষার্থী।

বরিশালের অমৃত লাল দে মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের উল্লাস। 
যশোরে পাসের হার ৮৩ দশমিক ৯৫ শতাংশ এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা ১৮ হাজার ৭০৬ জন।
যশোরের ডা. আব্দুর রাজ্জাক ডিগ্রী কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের উল্লাস। 
দিনাজপুরে পাসের হার ৭৯ দশমিক ০৮ এবং জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৩০ শিক্ষার্থী।
ফলাফল প্রকাশের পর উল্লাসে মেতে ওঠে দিনাজপুর হলিল্যান্ড কলেজের শিক্ষার্থীরা। 

ময়মনসিংহে পাসের হার ৮০ দশমিক ৩২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১৭৯ শিক্ষার্থী।

ময়মনসিংহের সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের উল্লাস। 

এর আগে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সার্বিক পরিসংখ্যান তুলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা স্ব স্ব বিভাগের ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

গত ৬ নভেম্বর সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখের বেশি।

এবার দেশের ১১টি শিক্ষাবোর্ডের মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। প্রকাশিত ফলে দেখা গেছে, কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ১ শতাংশ। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৯৬ দশমিক ৭৫ শতাংশ।

অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের আলিম (এইচএসসি সমমান) পরীক্ষায় সারাদেশে পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ। মাদ্রাসা বোর্ডে ৯০ হাজার ২৬৬ জন পরীক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছেন ৮৩ হাজার ৫৫৩ জন। আর সর্বোচ্চ ফল জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৪২৩ জন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.