ঋণখেলাপির মামলায় নুরজাহান গ্রুপের এমডি গ্রেপ্তার

0
161
নুরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জহির আহমেদ, ছবি: সংগৃহীত

চট্টগ্রামভিত্তিক নুরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জহির আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার বাড্ডা থেকে তাঁকে গ্রেপ্তার করে চট্টগ্রামের কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রায় ছয় হাজার কোটি টাকা খেলাপি ঋণের মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক বলেন, কোতোয়ালি থানার ১৮টি ঋণখেলাপির মামলায় জহির আহমদের বিরুদ্ধে সাজা পরোয়ানা রয়েছে। এ ছাড়া বিচারাধীন ছয়টি মামলায় পরোয়ানা রয়েছে। জহির আহমেদকে ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে। শুক্রবার তাঁকে আদালতে হাজির করা হবে।

ভোজ্যতেল পরিশোধনসহ বিভিন্ন খাতের একাধিক কারখানা আছে নুরজাহান গ্রুপের। গম ও অপরিশোধিত ভোজ্যতেল আমদানিও করে থাকে শিল্প গ্রুপটি।

জানা গেছে, ২০০৮ থেকে ২০১৩ সালের মধ্যে দেশের বিভিন্ন ব্যাংক থেকে ৩ হাজার কোটি টাকার বেশি ঋণ পায় নুরজাহান গ্রুপ। ২০২৩ সাল নাগাদ এ গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে খেলাপি ঋণের পরিমাণ ছয় হাজার কোটি টাকা ছাড়িয়েছে। পাওনা আদায়ে ব্যাংকগুলো জহির আহমেদের বিরুদ্ধে অন্তত ৩০টি মামলা করেছে অর্থঋণ আদালত চট্টগ্রামে। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি আদালত তাঁর পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.