উপসচিবের ভুয়া পরিচয়ে মাদ্রাসাশিক্ষকদের ৪ কোটি টাকা আত্মসাৎ

0
143
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আসাদুজ্জামান মানিক (৪৭) ও আবদুল গফ্ফার (৭৭)।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিবের ভুয়া পরিচয়ে মাদ্রাসাশিক্ষকদের কাছ থেকে চার কোটি টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত বৃহস্পতিবার ঢাকা ও গাইবান্ধা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আসাদুজ্জামান মানিক (৪৭) ও আবদুল গফ্ফার (৭৭)। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পিবিআই ঢাকা উত্তর বিভাগ।

পিবিআই বলছে, মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকদের ও নতুন নিয়োগপ্রাপ্ত গ্রন্থাগারিকদের বেতন–ভাতা নিয়মিত করার আশ্বাস দিয়ে এ দুজন প্রতারণা করে আসছিলেন। পাশাপাশি এমপিওভুক্ত বাতিল করার হুমকি দিয়ে বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে টাকা আত্মসাৎ করেছেন। প্রতারক চক্রের সদস্যরা বরিশালের ভোলা, বরগুনা ও নাটোরের অন্তত ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের বহু শিক্ষকের কাছ থেকে টাকা নিয়েছেন।

পিবিআই আরও বলেন, এই চক্রের সদস্যরা ২০২১ সাল থেকে প্রতারণা করে আসছিলেন। তাঁরা শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানভেদে ৪ লাখ থেকে ১৩ লাখ টাকা করে নিয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.