উড্ডয়নের আগে বিমানে আগুন, রক্ষা পেলেন ২৯৪ যাত্রী

0
22
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী নিয়ে উড্ডয়নের সময় বিমানে আগুন ধরে যায়

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী নিয়ে উড্ডয়নের সময় একটি বিমানে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। সোমবার (২১ এপ্রিল) স্থানীয় সময় সোয়া ১১টার দিকে রানওয়েতে থাকা ডেল্টা এয়ারলাইন্সের বিমানে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, আগুন লাগার সময় বিমানটিতে ২৮২ যাত্রীসহ ১০ জন কেবিন ক্রু এবং দুজন পাইলটও উপস্থিত ছিলেন। বিমানটি অরল্যান্ডো থেকে আটলান্টার উদ্দেশে যাত্রা করার কথা ছিল।

ভিডিওটিতে দেখা যায়, বিমানের ডান পাশের ইঞ্জিন থেকে ধোঁয়া ও আগুন বের হচ্ছে এবং জরুরি ইনফ্লেটেবল স্লাইড (বাতাস ভর্তি জরুরি সিড়ি) ব্যবহার করে দ্রুত নিচে নেমে আসছেন যাত্রীরা। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

বিমানবন্দরের কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সরিয়ে নেয়া হয়েছে। বিমানবন্দরের অগ্নিনির্বাপণ ও উদ্ধার দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তবে ঠিক কি কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.